Home জাতীয় খাদ্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামালপুরে মানববন্ধন

খাদ্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামালপুরে মানববন্ধন

28

সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ খাদ্যপণ্যের দাম কমানো, দরিদ্র ও মধ্যবিত্ত মানুষের জন্য পূর্ণ রেশনিং চালু, যুদ্ধ নয়-পারমানবিক অস্ত্রমুক্ত মানবিক বিশ্বের দাবিতে মানববন্ধন করেছে সম্মিলিত সামাজিক আন্দোলন,জামালপুর জেলা শাখা।

ঘন্টাব্যাপী এই মানববন্ধনে সভাপতিত্ব করেন সম্মিলিত সামাজিক আন্দোলন জেলা কমিটির সভাপতি জাহাঙ্গীর সেলিম। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সম্মিলিত সামাজিক আন্দোলনের উপদেষ্টা আমির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সুমন আদিত্য,জামালপুর জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আইনজীবী মো. ইউসুফ আলী, জামালপুর প্রেসক্লাবের সদস্য তৌফিকুল আলম শরিফ, হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান ঐক্য পরিষদ জামালপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক রমেন বণিক, হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের সদস্য সচিব আরজু আহম্মেদ, সদস্য মুর্শেদ ইকবাল, লিটন সরকার, আব্দুল খালেক, কৃষি শ্রমিক মুছা মিয়া প্রমুখ। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি, পেশার শতাধিক ব্যক্তি অংশ নেন।

এ সময় বক্তারা চাল তেলসহ নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রনে বাজার মনিটরিং কার্যক্রম জোরদার ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবী জানান।