Home সারাদেশ কোন চাঁদাবাজি মাদক চোরাকারবারি দুর্নীতি মোংলাকে নিয়ে হবেনা: মেয়র খালেক

কোন চাঁদাবাজি মাদক চোরাকারবারি দুর্নীতি মোংলাকে নিয়ে হবেনা: মেয়র খালেক

47

মোংলা থেকে মোঃ নূর আলমঃ কোন চাঁদাবাজি, মাদক চোরাকারবারি এবং দুর্নীতি মোংলাকে নিয়ে হবেনা এটাই আমরা প্রত্যাশা করি। প্রশাসনে যারা আছেন এটা তাদের নৈতিক দায়িত্ব এসব দমনের। এই সমাজে কিছু সংখ্যক উচ্ছৃংখল, মাদক, চোরাকারবারি আছে যারা সন্ত্রাস এবং চাঁদাবাজির মাধ্যমে মানুষের অসুবিধা সৃষ্টি করে। এসব আমরা কঠোর হস্তে দমন করেছি। যতদিন পর্যন্ত নেতৃত্বে থাকবো ততদিন পর্যন্ত অন্যায়-অত্যাচার-জুলুম-চাঁদাবাজি পছন্দ করবো না। আমরা চাই মানুষ শান্তিপূর্ণ ভাবে বসবাস করবে। ১৩ মার্চ সোমবার সকালে মোংলা হেলিপ্যাড মাঠে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মোংলা ক্রীড়া পরিষদ আয়োজিত ৮দলীয় টি-২০ ক্রিকেট টূর্ণামেন্ট’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক একথা বলেন।
সোমবার সকাল ১১টায় ক্রিকেট টূর্ণামেন্ট’র উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোংলা ক্রীড়া পরিষদের আহ্বায়ক পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান জসিম। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান, উপজেলা নির্বাহি অফিসার দীপংকর দাশ, থানা অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুনীল কুমার বিশ^াস, সাবেক পৌর মেয়র শেখ আব্দুস সালাম, উপজেলা আ্ওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাংবাদিক মোঃ নূর আলম শেখ, চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা মোঃ তারিকুল ইসলাম, চিলা ইউপি চেয়ারম্যান গাজী আকবর হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ ই¯্রাফিল হোসেন, আওয়ামীলীগ নেতা বেল্লাল হোসেন, মোংলা ক্রীড়া পরিষদের সদস্য সচিব এম আর রানা, পৌর যুবলীগের সভাপতি শেখ আল মামুন প্রমূখ। প্রধান অতিথির বক্তৃতায় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক আরো বলেন খেলাধূলা সঠিক পথের সন্ধান দেয়। যুব সমাজকে সঠিক পথ দেখাতে খেলাধূলার সাথে সম্পৃক্ত করতে হবে। বেশি বেশি করে খেলাধূলার আয়োজন করতে হবে। বাংলাদেশে এখন ক্রিকেট খেলা খুবই জনপ্রিয়। আমাদের দেশের ছেলেরা বিশ^ চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়েছে তা সারা পৃথিবীর মানুষ দেখেছে। উল্লেখ্য ১৩ মার্চ সোমবার শেখ আব্দুল হাই স্মৃতি টি-২০ ক্রিকেট টূর্ণামেন্ট’র উদ্বোধনী খেলায় টেন টাইগার ওয়ান লায়ন ক্লাব ১০৭ রানের টার্গেটে ৪ উইকেট’র ব্যবধানে শেখ আব্দুল হাই স্মৃতি সংঘকে পরাজিত করে। ক্রিকেট খেলার উদ্বোধনী অনুষ্ঠান শেষে খুলনা সিটি কর্পোরেশন’র মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক মাঝিমাল্লা ইউনিয়নের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।