Home জাতীয় কুয়াকাটায় ট্যুর অপারেটরদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা

কুয়াকাটায় ট্যুর অপারেটরদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা

39

কলাপাড়া ( পটুয়াখালী) প্রতিনিধি: পর্যটন কন্দ্রে কূয়াকাটায় ট্যুর অপারেটরদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। শনিবার সকাল ৯ টায় আবাসিক হোটেল কুয়াকাটা ইন’র হলরুমের বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এ প্রশিক্ষণের আয়োজন করে। দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্ভোধন করেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব জাবেদ আহমেদ।
এ সময় বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহকারী পরিচালক মহিবুল ইসলাম, প্রতিনিধি জাহিদ হাসান, প্রশিক্ষক মো.মনিরুজ্জামান মাসুম, প্রাইম এশিয়া ইউনিভার্সিটি লেকচারার প্রশিক্ষক শীলামনি হাফসা, কুয়াকাটা ট্যুর অপারেটর এসোসিয়েশন টোয়াক’র প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু উপস্থিত ছিলেন।
এ প্রশিক্ষণ কর্মশালায় ৬০ জন ট্যুর অপারেটর অংশ গ্রহন করেন।