Home জাতীয় কুয়াকাটার সৈকতে আবারো ভেসে এসেছে জেলিফিশ

কুয়াকাটার সৈকতে আবারো ভেসে এসেছে জেলিফিশ

202

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পর্যটন কেন্দ্র কুয়াকাটার সৈকতে আবারো ভেসে এসেছে জেলিফিশ। শুক্রবার সন্ধ্যায় সৈকতের জিরো পয়েন্টের পশ্চিম পাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য জেলিফিশ দেখতে পায় স্থানীয়রা। সমুদ্রের জোয়ারের পানির সাথে এসব জেলিফিশ ভেসে আসলেও ভাটায় সৈকতের বালুতে আটকা পড়ে মারা যায়। তবে ঠিক কি কারনে এসব জেলিফিস ভেসে এসেছে সেটি নিশ্চিত করতে পারেনি কেউ।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, দুই প্রজাতির মধ্যে একটি আওরেলিয়া আওরেটা প্রজাতির ও অপরটি ব্যারেল প্রজাতির জেলিফিস মনে হচ্ছে। জেলিফিসের মৃত্যুর রহস্য উদঘাটনে বাংলাদেশ মৎস্য গবেষনা ইনষ্টিটিউটে জানানো হয়েছে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।
এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় চর বিজয়, সৈকতের ঝাউবন এবং লেম্বুর চর এলাকায় বেশ কিছু মৃত জেলিফিস দেখতে পায় স্থানীয়রা।