Home জাতীয় কিন্ডারগার্টেন সোসাইটির চতুর্থ বার কেন্দ্র সচিব হলেন নিতিশ চন্দ্র বর্মন

কিন্ডারগার্টেন সোসাইটির চতুর্থ বার কেন্দ্র সচিব হলেন নিতিশ চন্দ্র বর্মন

72

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে জেলা কিন্ডারগার্টেন সোসাইটির বৃত্তি পরীক্ষার ২০২১ খ্রিঃ সুষ্ঠভাবে পরিচালনার জন্য একটি কমিট ১ বছরের জন্য গঠন করা হয়েছে। আটোয়ারী আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নিতিশ চন্দ্র বর্মন কেন্দ্র সচিব পদে ৪র্থ বারের মতো বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন। এবং ৯ বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয় ।

উল্লেখ্য, অদ্য ২১/১২/২০২১ ইং তারিখ রোজ-মঙ্গলবার, বিকাল ৩ ঘটিকায় সময় আটোয়ারী আইডিয়াল স্কুল এন্ড কলেজের অফিস কক্ষে জেলা কিন্ডার গার্টেন সোসাইটির আলোচনার মধ্যে দিয়ে আটোয়ারী উপজেলায় ৯টি প্রতিষ্ঠান মিলে এইবার ২৪২ জন ছাত্র/ছাত্রী পরীক্ষায় অংশ গ্রহণ করবেন। তবে জেলা কিন্ডারগার্টেন সোসাইটির বৃত্তি পরীক্ষা ২০২১ খ্রিঃ কেন্দ্র হিসাবে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্টিত হবে সম্ভব্য তারিখ ২৩ ও ২৪ ডিসেম্বর একইসাথে পঞ্চগড় জেলার ৫টি উপজেলায় বৃত্তি পরিক্ষা-২০২১খ্রিঃ অনুষ্ঠিত হবার কথা শিক্ষা সচিব বলেন তাই নতুন ভাবে পরিক্ষা নিয়ন্ত্রণে আটোয়ারী উপজেলায় পরিক্ষা কেন্দ্র থাকায় নিতিশ চন্দ্র বর্মনকে কেন্দ্র সচিব, সহিদুল ইসলামকে হল সচিব ও ৭ জনকে সদস্য করে একটি কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোয়েব আলী (সবুজ), শিক্ষা সচিব, জেলা কিন্ডারগার্টেন সোসাইটি ও অধ্যক্ষ সুলতান বেগম স্কুল এন্ড কলেজ, পঞ্চগড়। বিশেষ অতিথিঃ শাহনেওয়াজ করিম, যুগ্ন সচিব, জেলা কিন্ডারগার্টেন সোসাইটি, পঞ্চগড়, আরিফ আল হাসান, পরীক্ষা নিয়ন্ত্রক, জেলা কিন্ডারগার্টেন সোসাইটি ও অধ্যক্ষ মাতৃছায়া আর্দশ শিক্ষা নিকেতন, পঞ্চগড়। আরো জনাব সহিদুল ইসলাম সদস্য, জেলা কিন্ডারগার্টেন সোসাইটির, পঞ্চগড় ও পরিচালক, উপকার কিন্ডারগার্টেন আরো উপস্থিত ছিলেন জনাব তৌহিদুল ইসলাম, অধ্যক্ষ, তোড়িয়া সিমান্ত কিন্ডার গার্টেন সহ নকিবুল হাসান(বাদশা), অধ্যক্ষ, সর্দারপাড়া কিন্ডার গার্টেন। জনাব মনছুর আলী তোড়িয়া কিন্ডার গার্টেন সহ দুলাল হোসেন অধ্যক্ষ হলি চাইল্ড কিন্ডারগার্টেন, ধামোর, খাদেমুল ইসলাম অধ্যক্ষ মানিকপীর সোনালী কিন্ডারগার্টেন স্কুল নলপুখুরী, দিলীপ চন্দ্র বর্মন, অধ্যক্ষ ফুলকুড়ি কিন্ডাগার্টেন স্কুল সহ আলীম উদ্দীন, অধ্যক্ষ-মেধা বিকাশ মডেল কিন্ডার গার্টেন। আটোয়ারী আইডিয়াল স্কুল এন্ড কলেজের সহ: অধ্যক্ষ সখিনা বেগম, সহকারী শিক্ষিকা চয়ন কুমার সেন ও মোছাঃ পারভীন বেগম, সাবিনা ইয়াসমিন, সহকারী শিক্ষিকা ইতি রানী এবং সহকারী শিক্ষিকা ঝরনা বেগম সহ রোকসানা আক্তার কলি সহকারী শিক্ষিকা, আটোয়ারী আইডিয়াল স্কুল এন্ড কলেজ। আটোয়ারী আইডিয়াল স্কুল এন্ড কলেজ স্কুল চম্পলা রানী সহকারী শিক্ষিকা সহ সহকারী শিক্ষক সৌরভী সহ ৯টি প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক/শিক্ষিকা সহ বৃত্তি পরীক্ষা ২০২১ খ্রিঃ কমিটির সকল সদস্য ও গণ্যমান বক্তিবর্গ উপস্থিত ছিলেন।