Home সারাদেশ কলারোয়ার শ্রীরামপুরে মাছের ঘেরে বিলিন হচ্ছে সরকারী কাপের্টিং রাস্তা

কলারোয়ার শ্রীরামপুরে মাছের ঘেরে বিলিন হচ্ছে সরকারী কাপের্টিং রাস্তা

28

জুলফিকার আলী,কলারোয়ায়(সাতক্ষীরা)প্রতিনিধি: কলারোয়ায় মাছের ঘের করার কারনে সরকারী রাস্তা বিলিন হতে চলেছে। সম্প্রতি উপজেলা এলজিইডি থেকে উপজেলার সোনাবাড়ীয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড শ্রীরামপুর গ্রামের নকাটি বিলের কাপের্টিং রাস্তার নির্মান করেন। সেই নতুন রাস্তার সাইড ভেঙ্গে ঘেরের মধ্যে চলে যাচ্ছে। ওই এলাকার সাবেক ইউপি সদস্য আবু ছিদ্দিক ৮বিঘা জমিতে মাছের ঘের করেন। আর ওই মাছের ঘেরের কারনে সরকারী রাস্তার পাশ্ব ধসে পিচের রাস্তা মাছের ঘেরের মধ্যে চলে যাচ্ছে এবং বিভিন্ন স্থানে বড় বড় ফাটল ধরছে বলে এলাকাবাসীরা অভিযোগ করেছেন। অভিযুক্ত ঘের মালিক আবু ছিদ্দিক বলেন-তিনি রাস্তার পাশ্ব বেধে দিয়েছেন। এখন আর রাস্তার সাইড ধসে যাচ্ছে না। এদিকে অতিদ্রত ভাবে ব্যবস্থা গ্রহনের জন্য উপজেলা এলজিইডি অফিস ও উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টি আকর্ষণ করেছেন শ্রীরামপুর গ্রামবাসী।