Home সারাদেশ কলারোয়ার পল্লীতে পোল্ট্রি খামারে দুর্বৃত্তদের হানা। থানায় অভিযোগ

কলারোয়ার পল্লীতে পোল্ট্রি খামারে দুর্বৃত্তদের হানা। থানায় অভিযোগ

39

জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ার পল্লীতে এক পোল্ট্রি মুরগি খামারে দূর্বৃত্তরা হানা দিয়ে ২লাখ টাকার ক্ষতি সাধন করেছে বলে অভিযোগউঠেছে। ঘটনাটি ঘটেছে- বুধবার ভোররাতে উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের কলাটুপি গ্রামে। ক্ষতিগ্রস্ত পোল্ট্রি মুরগি খামারের মালিক কামরুল ইসলাম জানান-তিনি গত ৫ বছর ধরে ওই স্থানে পোল্ট্রি মুরগির ব্যবসা করে আসছেন।
পূর্বশত্রুতার জের ধরে কে বা কাহারা তার পোল্ট্রি মুরগি খামারে হানা দিয়ে
কুপিয়ে পিটিয়ে ৪শ ১০টি মুরগি মেরে ক্ষতি সাধন করে। তিনি ভোর বেলা খামারে গিয়ে দেখতে পান যে তার খামারের সব মুরগি রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছে। তিনি আরো বলেন-খামারে বেড়া কেটে দূর্বৃত্তরা খামারে প্রবেশ করে। তার খামারে ৫শ ২০টি মুরগি ছিলো। যার প্রতিটি মুরগির ওজন ছিলো ১কেজি ৩শ, ৪শ গ্রাম। তিনি ঘটনার দিন রাত সাড়ে ১১টা পর্যন্ত খামারে কাজ শেষে বাসায় এসে ঘুমাইয়া পড়েন। এই সুযোগে দূর্বৃত্তরা খামারের বেড়া কেটে প্রবেশ করে খামারের মুরগি গুলো কুপিয়ে পিটিয়ে হত্যা করে পালিয়ে যায় বলে তিনি ধারনা করেন। এঘটনায় কলারোয়া থানায় তিনি একটি অভিযোগ দিয়েছেন।