Home সারাদেশ কলারোয়ায় নিরহ মাংস ব্যবসায়ীকে মিথ্যা মামলায় ফাসানোর অভিযোগ

কলারোয়ায় নিরহ মাংস ব্যবসায়ীকে মিথ্যা মামলায় ফাসানোর অভিযোগ

49

কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি: কলারোয়ায় সীমান্তে এক নিরহ মাংস ব্যবসায়ীকে রাস্তা থেকে ডেকে নিয়ে ২টি এলএসডি মাদক দিয়ে চালান দেয়ার অভিযোগ উঠেছে বিজিবির বিরুদ্ধে। মঙ্গলবার বিকেলে কাকডাঙ্গা ওয়ার্ডের নারী ইউপি সদস্য সাবিলা খাতুন বিজিবির বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন-তার ওয়ার্ডের আ: রশিদ এর ছেলে তরিকুল ইসলাম এলাকায় গরুর মাংস বিক্রয় করে সংসার চালান। কেঁড়াগাছি মাঝের পাড়ায় সকাল ১০টার দিকে মাংস আনতে যায়। পূর্বে ওই স্থানে (মুফার বাড়ীতে) দুইজন বিজিবি বসে থাকে। এসময় তরিকুলকে তারা ডেকে নিয়ে ভাল মন্দ কথা বলেন। হঠাৎ কাকডাঙ্গা বিওপির ক্যাম্প কমান্ডার সিদ্দিক ওই স্থান দিয়ে যাওয়ার পথে তাদের সাথে দেখা হয়। এসময় তরিকুল ইসলাম কে দেখে কি করা হয় জিজ্ঞাসা করলে সে বলে আমি মাংসের ব্যবসা করি। ওই সময় তরিকুল ইসলাম কে ডেকে নিয়ে ক্যাম্পে নিয়ে যায়। পরে তার কাছে এলএসডি পাওয়া গেছে বলে বিজিবি প্রচার দেয়। তিনি আরো বলেন-তরিকুল ইসলামের একটি প্রতিবন্ধী বাচ্চা আছে। সে নিরহ তাকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। এদিকে বিজিবি ক্যাম্পে আটক তরিকুল ইসলাম গোয়েন্দা সদস্যদের জানায়-কাকডাঙ্গা বিওপির ক্যাম্প কমান্ডার সিদ্দিক অনেক আগে তাকে সীমান্ত থেকে অবৈধ মালামাল ধরিয়ে দিতে বলে ছিলেন। কিন্তু তরিকুল তা করেননি। এছাড়া সীমান্তে ফেনসিডিল ব্যবসায়ীদের সাথে তরিকুল ইসলামের পূর্বে একটি বিরোধ রয়েছে। সব মিলে বিজিবি তাকে ফাসিয়ে দিয়েছে। সে ন্যায় বিচার দাবী করেন। আটক তরিকুল ইসলামের স্ত্রী ও এলাকাবাসীরা বলেন-কাকডাঙ্গা বিওপির ক্যাম্প কমান্ডার সিদ্দিক কেঁড়াগাছি মাঝের পাড়া থেকে তরিকুল ইসলামকে ডেকে নিয়ে যাওয়ার সময় হাসতে হাসতে চলে যান। সেখানে কোন প্রকার মাদক নিয়ে কথা হয়নি। অথচ পরে তারা শোনেন দুইটি এলএসডি মাদক দিয়ে তরিকুল ইসলামকে মামলা দিয়েছে। ঘটনার বিষয়ে কাকডাঙ্গা বিওপির ক্যাম্প কমান্ডার সিদ্দিক এর সরকারী ফোনে বার বার কল দিলেও তিনি রিসিভ না করায় মন্তব্য নেয়া সম্ভব হয়নি। এদিকে এলাকাবাসীরা এঘটনার সুষ্ঠু তদন্ত দাবী জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।