Home জাতীয় কলাপাড়ায় সুবিধা বঞ্চিত রোগীরা পেয়েছে ফ্রি চক্ষু সেবা

কলাপাড়ায় সুবিধা বঞ্চিত রোগীরা পেয়েছে ফ্রি চক্ষু সেবা

45

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ফ্রি চক্ষু ক্যাম্পে প্রায় দুই শতাধিক দরিদ্র এবং চিকিৎসা সুবিধা বঞ্চিত রোগীরা বিনামূল্যে পেয়েছেন চিকিৎসা সেবা। সোমবার সকালে পৌর শহরের উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলানায়তনে এ ফ্রি চক্ষু সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়। বেসকারি উন্নয়ন সেচ্ছাসেবী সমাজ কল্যান সংস্থা পায়রা ডেভেলপমেন্ড ফাউন্ডেশন’র উদ্যোগে বরিশাল ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতাল এর আয়োজন করে।
এসময় উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো.মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন মধু, মো.শাহবুদ্দিন, পায়রা ডেভেলপমেন্ড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো.ফরিদ উদ্দিন বিপু উপস্থিত ছিলেন।
এদিকে সেবা নিতে আসা আলাউদ্দিন বলেন, এই কার্যক্রম চালু থাকলে অনেক মানুষ উপকৃত হবে।
পায়রা ডেভেলপমেন্ড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো.ফরিদ উদ্দিন বিপু বলেন, এ কার্যক্রম দুপুর ২ টা পর্যন্ত চলে। এতে প্রায় ২’শতাধিক চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা দেয়া হয়েছে। দুইমাস পরপর এই কার্যক্রম চলবে বলে তিনি জানিয়েছেন।