Home সাহিত্য ও বিনোদন কবি ফাহিমা আক্তার নূপুর – এর তিনটি কবিতা

কবি ফাহিমা আক্তার নূপুর – এর তিনটি কবিতা

85

১. শরৎ বন্দনা

এসেছে শরৎ
হিম হিম পরশ
জানান দিচ্ছে মন।
বকুল তলা ফুলে ফুলে ভরা
শাপলার বিল, সাদা গাঙচিল
শুভ্র সাজে সেজেছে কাশের বন।
ষোড়শীর মন করে উচাটন
পরে নীল শাড়ী, হাতে পরে চুড়ি
খোপায় গুঁজে ফুল
শিউলী তলার ঘাটে
হাটে আনমনে রিনিঝিনি তানে
কতো কথা তার শিশিরের সনে
সারি সারি মেঘ উড়ে যায় দুরে
শরতের দিন দোলা দেয় মোরে
খুঁজি ফিরি তারে, ভালবাসি যারে
ক্ষনিকের মায়াজাল আচ্ছন্ন করে।

২. এলোমেলো স্বপ্ন

নিজের সাথে নিজের কতো
কথা হয় রোজ
মনে মনে হাজারটা স্বপ্ন সাজাই
আবার ভেঙ্গে গুড়াই !
কতোবার ভাবি জীবনটা যদি
এমন না হয়ে অমন হতো ,
স্বপ্নের আকাশে প্রতিদিন
হাজারটা রঙ্গিন ফানুস উড়াই ,
স্বপ্নের ফানুস গুলো যতোই ধরতে যাই
ততোই দুরে চলে যায় ,
স্বপ্ন গুলো হারিয়ে যায় আলোকবর্ষ দূরে ,
অন্ধকারের অতল গহবরে।
না বলা কথামালা গুলো
লিখে রাখি গোধূলীর নীলিমায়,
হঠাৎ আসা ঝড় সব লেখা
এলোমেলো করে দিয়ে যায়
মুছে দিয়ে যায় সাজানো স্বপ্ন আমার ….

৩. ভালবাসার ক্রন্দন—

একদিন আমি মৃত্যুর কাছাকাছি যাবো,
কোন এক সন্ধ্যাবেলায়
ঘরে ফেরা পাখির মতো ডানা ঝাপটে
উড়তে উড়তে চলে যাবো আপন ঠিকানায়,
সেদিন তুমি হয়তো আমাকে খুঁজবে
নদীর ধারে কিংবা দীঘির পাড়ে বসে
দু’ফোটা চোখের জল ফেলে
হয়তো আমার কথা বলবে
কিন্তু আফসোস —
সেদিন আমি সব কিছুর উর্ধ্বে চলে যাবো ,
তোমার কোন কথা, তোমার কোন কান্না,
সেদিন আমায় টানবে না ।
আজকের মতো করে অপেক্ষা করবো না
একটু ভালবাসি শোনার জন্য ।
অথচ এখন একবার
এক মিনিটের ভালবাসার জন্য
কতো শত অপেক্ষা আমার –
কতো শত ক্রন্দন আমার গড়িয়ে যায় অবেলায়।