Home সাহিত্য ও বিনোদন ওবায়দুর রহমান ও তার “The Mystery of Time Travel.

ওবায়দুর রহমান ও তার “The Mystery of Time Travel.

36

ডেস্ক রিপোর্ট: সময় পরিভ্রমনের বাস্তবতা এবং টাইম মেশিনের সকল সম্ভাবনার খুঁটিনাটি নিয়ে সম্প্রতি বের হয়েছে বাংলাদেশী লেখক ওবায়দুর রহমানের নতুন বই “দি মিস্ট্রি অফ টাইম ট্রাভেল” (The Mystery of Time Travel)। ইংরেজি ভাষায় অত্যন্ত সহজ ভাবে লেখা এ গবেষণাধর্মী বইটির মাধ্যমে লেখক ওবায়দুর রহমান, বৈজ্ঞানিক, দার্শনিক, এবং মানবিক দৃষ্টিকোণ থেকে মূলত যুক্তিসঙ্গতভাবে তুলে ধরার চেষ্টা করেছেন সময় পরিভ্রমণ এর সাথে সম্পর্কিত বিভিন্ন বিষয়। আর তারই মাধ্যমে, লেখক তার বইয়ে টাইম ট্রাভেলের সাথে সংশ্লিষ্ট সকল বৈজ্ঞানিক বাস্তবতা ও যৌক্তিক সম্ভাবনা সম্পর্কে নানারকম তথ্য অত্যন্ত দক্ষতার সাথে পাঠকদের কাছে খুব সাবলীল ভাবে উপস্থাপন করেছেন। লেখক ওবায়দুর রহমানের আশা যে তার এই বই “দি মিস্ট্রি অফ টাইম ট্রাভেল” পাঠকদের কাছে ব্যাপকভাবে সমাদৃত হবে। আর পাঠকবৃন্দ লেখকের এই ওয়েবসাইটে থেকে: (https://independent.academia.edu/ObaidurRahman26), তার এই বইটি সম্পূর্ণভাবে পড়তে এবং অতি সহজেই বইটির পিডিএফ সংস্করণটি ডাউনলোড করতে পারবেন।