ডেস্ক রিপোর্ট: এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে নেপালকে ২৩৮ রানের বড় ব্যবধানে হারিয়েছে স্বাগতিক পাকিস্তান ক্রিকেট দল। বুধবার বিকেলে পাকিস্তানের মুলতানে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ৩৪২ রানের বড় স্কোর করেন পাকিস্তান।জবাবে একরে পর এক উইকেট হারিয়ে ১০৪ রানে অলআউড হয় নেপাল।
শুরুতে ব্যাটিংয়ে নেমে ফকর ১৪ ও ইমম ৫ রানে সাজঘরে ফিরে চাপে পড়ে পাকিস্তান। এরপর বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান নেমে এই জুটি ৫০ বলে ৪৪ রান করেন।কিন্তু রিজওয়ান রান আউটের ফাঁদে পড়ে বিদায়। আসেন আঘ সালমান , বিদায় হয় ৫ রান করে।
এরপর বাবর আজমের সঙ্গী হয়ে মোহাম্মদ ইফতিখার কঠিন জুটি হয়ে দাড়ায়।উভয়ই সেঞ্চুরী করেন।বাবর ১৩১ বলে ১৫১ রানে আউট হলেও ইফতিখার ৭১ বলে ১০৯ রানে অপরাজিত থাকেন।
নেপালের হয়ে সমপাল ২ উইকেট নেন। একটি করে উইকেট পান পান করন ও লামিচানে।
জবাবে নেপাল মাঠে নেমে ২৩.৪ বলে সব কয়টি উইকেট হারিয়ে সংগ্রহ করেন
১০৯ রান।