ডেস্ক রিপোর্টঃ এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কার কাছে ছয় উইকেটে হেরেছে ভারত। টানা দুই ম্যাচ হারলো গত আসরের চ্যাম্পিয়ন ভারত। গ্রুপ পর্বে দুই খেলায় উভয় ম্যাচ জেতা ভারত সুপার ফোরে হারিয়ে ফেলেছে ছন্দ। পাকিস্তানের কাছে ৫ উইকেটে হারের পর শ্রীলংকার কাছেও ৬ উইকেটে হেরেছে রোহিত শর্মার দল।

ভারতের দেওয়া ১৭৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১ বল বাকি থাকতেই জয় তুলে নেয় শ্রীলংকা।
টস হেরে ব্যাটিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারে কেএল রাহুলের উইকেট হারায় ভারত। থিকসানার বলে লেগ বিফোরের ফাঁদে কাটা পড়েন রাহুল।

ইনিংসের তৃতীয় ওভারে দলীয় ১৩ রানে দ্বিতীয় উইকেট হারায় ভারত। আগের দুই খেলায় অর্ধশতক হাকানো কোহলিকে শূন্য রানে বোল্ড করেন পেসার করুনারত্নে। তৃতীয় উইকেটে সূর্যকুমারের সঙ্গে ৫৮ বলে ৯৭ রানের জুটি গড়েন অধিনায়ক রোহিম শর্মা। ৪১ বলে চারটি ছক্কা ও পাঁচটি চারের মারে ৭২ রানের ইনিংস খেলেন তিনি। ইনিংসের চৌদ্দতম ওভারে সূর্যকুমার ফেরেন ব্যক্তিগত ৩৪ রানে।

১৫ ওভার শেষে ভারতের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ১২৭ রান। তবে শেষ ৫ ওভারে ভারতের কোন ব্যাটার বলার মতো বড় স্কোর করতে না পারলেও শেষের দিকে অশ্বিনের ৭ বলে অপরাজিত ১৫ রানের ইনিংসের সুবাদে ভারতের ইনিংস থামে ১৭৩ রানে। মধুশঙ্খ বল হাতে ৪ ওভারে মাত্র ২৪ রান খরচায় নেন ৩ উইকেট।

জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুর ১০ ওভারে বিনা উইকেটে স্কোর বোর্ডে ৮৯ রান জড়ো করেন দুই লঙ্কান ওপেনার নিসানকা ও কুশাল মেন্ডিস। দলীয় ৯৭ রানে প্রথম উইকেট হারায় লংকানরা। নিসানকা ফেরেন ব্যক্তিগত ৫২ রানে। দুই বলের ব্যবধানে আসলাঙ্কাকে শুন্য রানে ফেরান চাহাল। দুই ওভার পর গুনাতিলাকাকে মাত্র ১ রানে ফেরান অশ্বিন। আর ইনিংসের ১৫তম ওভারে মেন্ডিসকে নিজের তৃতীয় শিকারে পরিণত করেন চাহাল। ৩৭ বলে তিনটি ছক্কা ও ও চারটি চারের মারে ৫৭ রান করেন তিনি। দলীয় ১১০ রানে চতুর্থ উইকেট পতনের পর পঞ্চম উইকেট জুটিতে রাজাপাকশা ও অধিনায়ক শানকার ৩৪ বলে অবিচ্ছেদ্য ৬৪ রানে জুটিতে ভর করে ৬ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে লংকানরা। শানাকা ১৮ বলে ৩৩ ও রাজাপাকশে ১৭ বলে ২৫ রানে অপরাজিত থাকেন।