Home সারাদেশ উপকূলীয় প্রকৃতির বৈশিষ্ট্য বুঝে তার সাথে তাল মিলিয়ে চলতে হবে

উপকূলীয় প্রকৃতির বৈশিষ্ট্য বুঝে তার সাথে তাল মিলিয়ে চলতে হবে

57

খুলনায় বাপা’র বিভাগীয় সংলাপে বক্তারা

খুলনা থেকে মো. নূর আলমঃ উপকূলীয় প্রকৃতির বৈশিষ্ট্য বুঝে
তার সাথে তাল মিলিয়ে চলতে হবে। পরিবেশ ও কৃষিবান্ধব উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সরকারকে আন্তরিক হতে হবে। সুন্দরবন বিনাশী কর্মকান্ড প্রতিহত করতে সরকারকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। নদী-খাল-বিল-জলাশয় দখলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। ’কৃষিজমি ধ্বংস করে কোন উন্নয়ন প্রকল্প গ্রহণ করা যাবেনা’ প্রধানমন্ত্রীর এই অনুশাসন যারা মানছেনা তাদেরকে চিহ্নিত করতে হবে। সুন্দরবন সুরক্ষা, অবৈধ ইটভাটা বন্ধ, সুপেয় পানি সরবরাহ, ভবদহ’র জলাদ্ধতা নিরসনসহ খুলনা অঞ্চলের নদ-নদী দখল ও দূষণ প্রতিহত করতে হবে। ৩০ ডিসেম্বর শুক্রবার সকালে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) আয়োজিত বিভাগীয় কৃষি ও পরিবেশ সংলাপে বক্তারা একথা বলেন।
শুক্রবার সকাল সাড়ে দশটায় কৃষি ও পরিবেশ সংলাপে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর কেন্দ্রিয় সাধারণ সম্পাদক শরীফ জামিল। সংলাপে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাপা’র নির্বাহি সদস্য বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক এর বৈশ্বিক সমন্বয়ক, যুক্তরাস্ট্র লক হ্যাভেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোঃ খালেকুজ্জামান। সংলাপ সঞ্চালনায় ছিলেন বাপার কেন্দ্রীয় নেতা মো. নূর আলম শেখ। সংলাপে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাপা খুলনার আহ্বায়ক এড. বাবুল হাওলাদার, বাপা মাগুরার সভাপতি এটিএম আনিসুর রহমান, বাপা যশোর জেলা শাখার সদস্য সচিব অধ্যাপক আবু সাইদ, বাপা চুয়াডাঙ্গা জেলার নেতা মোঃ বেলাল হোসেন, বাপা সাতক্ষীরা জেলার নেতা পরিতোষ বৈদ্য, মোঃ রিয়াদ হোসেন, বাপা নড়াইল জেলার নেতা অঞ্জন মন্ডল, বাপা বাগেরহাট’র নেতা খান আরিফুর রহমান, সাংবাদিক কৌশিক দে বাপী, কৃষক নেতা গৌরাঙ্গ প্রসাদ রায়, বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, বাপা নেতা এস এম ইকবাল হোসেন বিপ্লব, সৈয়দ মিজানুর রহমান, বাপা নেতা ইস্রাফিল বয়াতি, বাণীশান্তা কৃষিজমি রক্ষা সংগ্রাম কমিটির নেতা ইউপি সদস্য পাপিয়া মিস্ত্রি, বাণীশান্তা কৃষিজমি রক্ষা সংগ্রাম কমিটির নেতা কৃষ্ণ পদ মন্ডল, বাপা নেতা হাছিব সরদার, ছাত্রনেতা সৌমিত্র সৌরভ প্রমূখ। প্রধান অতিথির বক্তৃতায় ড. মোঃ খালেকুজ্জামান আগামী ১৩ জানুয়ারি ঢাকার কেন্দ্রিয় শহীদ মিনারে পরিবেশ সমাবেশ সফল করার জন্য পরিবেশ স্বপক্ষ সংগঠন ও পরিবেশ দরদি মানুষের প্রতি আহ্বান জানান। তিনি আরো বলেন পরিবেশ যোদ্ধারা বর্তমান সময়ের মুক্তিযোদ্ধা, প্রকৃতির নিয়ম মেনে আমাদের জীবনাচার করতে হবে। সোনার বাংলা, রুপসী বাংলা ময়লার ভাগাড় হওয়ার কথা না।সভাপতির বক্তব্যে বাপা’র কেন্দ্রিয় সাধারণ সম্পাদক শরীফ জামিল বলেন পরিবেশবান্ধব স্থায়িত্বশীল উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সরকারকে সহযোগিতা করতে বাপা প্রস্তুত আছে। তবে ছদ্দবেশী. মুনাফালোভী, আমলা-রাজনীতিবিদ-ব্যবসায়ীরা পরিবেশ বিধ্বংসী কর্মকান্ড পরিচালনা করলে বাপা তার বিরোধিতা করবে।