Home রাজনীতি উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডে আগাম নির্বাচনী প্রচারণা

উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডে আগাম নির্বাচনী প্রচারণা

21

স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগ সরকারের টানা তিন মেয়াদের উন্নয়ন প্রচারনা ও অসুস্থ-অস্বচ্ছল নেতাকর্মীদের পাশে মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে দাড়াঁচ্ছেন ঢাকা মহানগর দক্ষিন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব কামরুল হাসান রিপন। তিনি ঢাকা-৫ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী। সর্বশেষ রোববার ডেমরা থানাধীন ৬৬নং ওয়ার্ডের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা খাজা স্বপন এবং ডগাইর পশ্চিম পাড়া দক্ষিণ ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার সড়ক দূর্ঘটনায় মারাত্মক ভাবে আহত হলে তাদের দেখতে ছুটে যান তিনি। এসময় ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি সিফাত সাদেকীন চপল ও স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। একইদিন যাত্রবাড়ির ৬৪ নং ওয়ার্ডসহ আশপাশের এলাকায় সরকারের তিন মেয়াদের উন্নয়নের চিত্র তুলে ধরে লিফলেট বিতরণ করেন কামরুল হাসান রিপন। এর আগে গত শুক্রবার ডেমরার ডগাইর বাইতুল আতিক জামে মসজিদে পবিত্র জুম্মার নামাজ আদায় এবং স্থানীয় মুসল্লিদের সঙ্গে এক মতবিনিময় করেন তিনি। এ সময় জঙ্গিবাদ-সন্ত্রাস প্রতিরোধে ঈমাম ও আলেমদের করণীয় বিষয়ে জনসচেতনামূলক বক্তব্যে দেন সাবেক এই ছাত্রনেতা। এরআগের দিন বৃহস্পতিবার ডগাইর ইসলামিয়া মাদ্রাসার ছাত্রদের মাঝে স্থানীয় আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে দুপুরের খাবার বিতরণ করা হয়। এ সময় আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপকমিটির সদস্য শেখ মনিরুল আলম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী যুবলীগের সহ-সভাপতি সৈয়দ রেজা, ৬৬নং ওয়ার্ডের রুস্তম আলী ইউনিট আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হানিফ শেখ, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, ৬৬ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, ডগাইর উত্তর ইউনিট আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলম ফয়সাল, জাতীয় শ্রমিক লীগের সাবেক সদস্য কামাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার, আওয়ামী লীগ নেতা মনিরুল ইসলামসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। একইভাবে প্রতিনিয়ত মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে মতবিনিময়-আলোচনা সভা ও এতিম-অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করছেন এবং আগামী নির্বাচনে আবারো নৌকা মার্কায় ভোট দিতে জনগণকে উৎসাহ দিচ্ছেন ঢাকা মহানগর দক্ষিন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন।