Home সারাদেশ উজিরপুরে স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির মতবিনিময় ও পরামর্শমূলক কর্মশালা

উজিরপুরে স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির মতবিনিময় ও পরামর্শমূলক কর্মশালা

32

উজিরপুর(বরিশাল)প্রতিনিধি: বরিশাল জেলার উজিরপুরে স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি (এসএসকে) এর বাস্তবায়ন এবং সফল সম্প্রসারণের লক্ষ্যে উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও অন্যান্য অংশীজনদের সাথে মতবিনিময় ও পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২ মে মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিনের সভাপতিত্বে অতিথিবৃন্দ ভার্চুয়ালী প্রধান অতিথি স্বাস্থ্য ও অর্থ ইউনিট, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও মহাপরিচালক ডাঃ মোঃ এনামুল হক এর দিকনির্দেশনা মূলক আলোচনা শোনেন। ভার্চুয়ালে বিশেষ অতিথির বক্তৃতা করেন গবেষনা, স্বাস্থ্য ও অর্থনীতি ইউনিট, স্বাস্থ্য ও পঃ পঃ মন্ত্রণালয়ের পরিচালক ডাঃ সৈয়দা নওশীন পর্লিনী। সভায় বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল, উজিরপুর উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শওকত হোসেন, জাতীয় পরামর্শক মোঃ আজমল কবির, জুনিয়র জাতীয় পরামর্শক ডাঃ মোঃ তৌহিদুল মোর্শেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ মোঃ আলাউল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি মহসিন মিঞা লিটন, ইউপি চেয়ারম্যান এ্যাডঃ শহিদুল ইসলাম মৃধা প্রমূখ। এছাড়াও মতবিনিময় ও কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলার সকল সরকারি কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব ও ইউপি সদস্যগণ। ভার্চুয়ালে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌছে দেয়া। সে নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কর্মসূচির মাধ্যমে উপজেলার অস্বচ্ছল হতদরিদ্র মানুষদের প্রতিবছর ৫০ হাজার টাকা খরচের চিকিৎসা ও ঔষদের সেবা পাবে।