Home স্বাস্থ্য উজিরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

উজিরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

28

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলায় সেচ্ছাসেবী সংগঠন সোশ্যাল এসিস্ট্যান্স ফর কমিউনিটি ডেভেলপমেন্ট(এসএসিডি) এর আয়োজনে এবং বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস অ্যান্জেলেস বাফলার আর্থিক সহযোগীতায় দিনব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ১৬ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০টায় উপজেলার গুঠিয়া মডেল ইউনিয়নের ডহরপাড়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বরিশাল- ২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোঃ শাহে আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উজিরপুরের কৃতি সন্তান সাবেক সচিব ও এন সিদ্দিকা, এবং এমপি শাহে আলমের সহধর্মীনি বিশিষ্ট সমাজসেবী আতিয়া আলম মিলি।

এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উজিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল ,,উপজেলা নির্বাহী অফিসার ফারিয়া তানজিন, ঢাকা ডেন্টাল কলেজের বিভাগীয় প্রধান ডা:সাহাবুল হুদা চৌধুরী, ,ডা :মারেফুল ইসলাম সৈকত, গুঠিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো: আওরঙ্গজেব হাওলাদার,প্রমুখ। এসময় বানারীপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মু.মুন্তাকিম লস্কর কায়েস,পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল চৌধুরী,পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ফয়েজ আহম্মেদ শাওন প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগীদের চিকিৎসা সেবা ও ঔষধ দানে সহায়তা করেছে যুক্তরাষ্ট্রের অলাভজনক প্রতিষ্ঠান বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস অ্যান্জেলেস বাফলা সহ বিভিন্ন দানশীল ব্যাক্তিবর্গ।

এ ক্যাম্পের মাধ্যমে অসহায় , গরীব রোগীরা কোন টাকা ছাড়াই বিশেষজ্ঞ চিকিৎস দ্বারা সেবা ও পরামর্শ পাবে। পাশাপাশি তাদেরকে ঔষধ প্রদান করা হবে।