Home সাহিত্য ও বিনোদন উজিরপুরে ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসব প্রতিযোগিতা উদ্বোধন

উজিরপুরে ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসব প্রতিযোগিতা উদ্বোধন

50

উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসব প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার বেলা ১১ টায় উজিরপুর পৌরসভার ইচলাদী ব্রিজ সংলগ্ন আভা কংক্রিট ব্রিকসের মাঠে স্থানীয় যুব সমাজের উদ্যোগে প্রতিবছরের ন্যায় ঐতিহ্যবাহী এই ঘুড়ি উৎসব আয়োজন করা হয়। ঘুড়ি উৎসব প্রতিযোগীতা উদ্বোধন করেন পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন বেপারি। উদ্বোধনী সভায় ইচলাদী বাজার কমিটির সভাপতি আঃ হক আকনের সভাপতিত্বে ও প্যানেল মেয়র হেমায়েত উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম জামাল হোসেন, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সাবেক কাউন্সিলর দিলীপ কুমার সিকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি অসীম কুমার ঘরামী, ইউপি চেয়ারম্যাপন ছরোয়ার হোসেন, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম সরদার প্রমুখ। ঘুড়ি উৎসব প্রতিযোগিতায় প্রথম দিনে ৪ টি দল অংশগ্রহন করে।