Home আন্তর্জাতিক ইরানে শত শত শিক্ষার্থীকে বিষপ্রয়োগ

ইরানে শত শত শিক্ষার্থীকে বিষপ্রয়োগ

26

ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনাকে একজন উপমন্ত্রী জানান, দেশটির দক্ষিণে অবস্থিত পবিত্র ভূমি হিসেবে পরিচিত কোম নগরে এ ঘটনাটি ঘটেছে। এনডি টিভি

গত নভেম্বরে শহরটির শত শত স্কুলের শিক্ষার্থীদের মধ্যে শ্বাস প্রশ্বাসজনিত সমস্যা দেখা দিলে জরুরি ভিত্তিতে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়।

রোববার উপ স্বাস্থ্যমন্ত্রী ইউনেস ইরনাকে জানান, পানাহি বিষ প্রয়োগের বিষয়টি নিশ্চিত করে বলেন, কিছু লোক চাচ্ছিল শহরটির স্কুল গুলো বন্ধ হওয়ার পাশাপাশি বিশেষত ছাত্রীরা যেন স্কুলে না যেতে পারে সেটিকে লক্ষ্য করে এটি ঘটিয়েছেন।

তবে এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি। ইরনা জানিয়েছে, চলতি মাসের ১৪ তারিখে শহরটির গভর্ণর কার্যালয়ের বাইরে ভুক্তভোগীরা এর ব্যাখা জানতে চেয়ে জড়ো হন।

পরদিন সরকারের এক মুখপাত্র আলি বাহাদরি জাহরোমি বলেন, গোয়েন্দা দপ্তর ও শিক্ষা মন্ত্রণালয় ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে। এর আগে গত সপ্তাহে সরকারী কৌসুলি জাফর মোনতাজেরি ঘটনার বিচার বিভাগীয় তদন্তের জন্য নির্দেশ দেন।
আমাদের সময়.কম