Home জাতীয় ইবিতে বাংলা বানান বিষয়ক সেমিনার

ইবিতে বাংলা বানান বিষয়ক সেমিনার

23

প্রতিনিধি, ইসলামী বিশ্ববিদ্যালয়: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘আরবী-ফারসি শব্দ : বাংলা প্রতিবর্ণীকরণ’ বিষয়ে পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বাংলা বিভাগের আয়োজনে ক্যাম্পাসস্থ রবীন্দ্র-নজরুল কলা ভবনের সভাকক্ষে এটি অনুষ্ঠিত হয়।

বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক গাজী মাহবুব মুর্শিদের সভাপতিত্বে সেমিনারে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের পিএইচডি গবেষক ও একই বিভাগের সহকারী অধ্যাপক ফৌজিয়া খাতুন। তিনি ‘বাংলা বানান জটিলতা : স্বরূপ ও মূল্যায়ন’ শিরোনামে গবেষণাকর্ম সম্পাদন করেন। এতে তাঁর তত্ত্বাবধায়ক ছিলেন একই বিভাগের অধ্যাপক ড. হাবিবুর রহমান (রহমান হাবিব)।

সেমিনারে আলোচক ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক ড. মনজুর রহমান। এসময় আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কামরুল ইসলামসহ অন্যরা বক্তব্য রাখেন।