Home জাতীয় আশ্রয়নের ঘর পরিদর্শন ও খাদ্য সহায়তা দিলেন জেলা প্রশাসক

আশ্রয়নের ঘর পরিদর্শন ও খাদ্য সহায়তা দিলেন জেলা প্রশাসক

42

নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় মুজিব বর্ষে নির্মিত আশ্রয়ন প্রকল্পের নির্মিত ঘর পরিদর্শন করে উপকারভোগীদের মাঝে খাদ্য সহায়তা দিয়েছেন জেলা প্রশাসক জহুরুল ইসলাম। তিনি আজ শনিবার সকালে আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের শিকটিহাড়ী গ্রামের এলাকায় নির্মিত আশ্রয়ন প্রকল্পের পরির্দশন করেন। পরে তিনি দুই আশ্রয়নের প্রায় ১৪৫ জন উপকারভোগীর মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা তুলে দেন এবং তাদের সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন। এসময় তিনি উপকারভোগীদের বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দিয়ে যে কোন ধরনের সমস্যায় সমাধানে সরাসরি তার সাথে কথা বলার পরামর্শ প্রদান করেন।
এসময় পঞ্চগড় জেলা পুলিশ সুপার ইউসুফ আলী, আটোয়ারী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান, অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দিন, ধামোর ইউপি চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম দুলাল, বারঘাটি তদন্ত কেন্দ্রের আইসি মোঃ রঞ্জু আহমেদ মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, আটোয়ারী প্রেসক্লাব সাধারণ সম্পাদক এ রায়হান চৌধুরী রকি ও স্থানীয় জনপ্রতিনিধিরা সহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।