Home খেলা আমেরিকার মাটিতে খেলবে বাংলাদেশের প্রফেশনাল বক্সার

আমেরিকার মাটিতে খেলবে বাংলাদেশের প্রফেশনাল বক্সার

46

স্টাফ রিপোটার: বাংলাদেশ প্রফেশনাল বক্সিং আ্যাসোসিয়েশন (বিপিবিএ) ও বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটি (বিপিবিএস) এর উদ্যোগে প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টার নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানটি দেশবাসীর উদ্দেশ্যে অতন্ত্য আনন্দের সাথে জানিয়েছেন যে, এই প্রথম বাংলাদেশ থেকে লাতিন এবং সাউথ আমেরিকান বক্সিং চ্যাম্পিয়নশিপ খেলতে আগামীকাল ২৪ অক্টোবর মঙ্গলবার বাংলাদেশ প্রফেশনাল বক্সিং আ্যাসোসিয়শন (বিপিবিএ) ও বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটি (বিপিবিএস) এর বক্সার আব্দুল মোতালেব বাংলাদেশ ছেড়ে সাউথ আমেরিকার উদ্দেশ্যে রওনা হচ্ছে,
সেই উপলক্ষে আজ ২৩শে অক্টোবর রোজ সোমবার বিকেল ২.৩০ মিনিটে বাংলাদেশ প্রফেশনাল বক্সিং অ্যাসোসিয়েশন (বিপিবিএ) এর আয়োজনে একটি প্রেস কনফারেন্স ও মতবিনিময় সভা করা হয়।

প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামিলীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং বিপিবিএস এর সম্মানিত প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন পল্টু,
এবং অনেক গুণী জনেরা উপস্থিত ছিলেন।
বিপিবিএ ও বিপিবিএস এর সহ সাধারণ সম্পাদক আর কে মন্ডল (রবিন) এর সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান।

প্রেস ব্রিফিংএ বক্তারা বলেন মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে বক্সিং ক্রীড়া অঙ্গনে মাতৃভূমির লাল-সবুজের পতাকা বিজয়ের শ্লোগানে বিশ্বের দরবারে মাথা উঁচু করে যাহাতে দাঁড়াতে পারে সেই লক্ষ্যে কাজ করে যেতে হবে, তারা আরও বলেন ইতিপূর্বে বিপিবিএ এবং বিপিবিএস এর উদ্যোগে ৩১টি খেলা হয়েছে তার মধ্যে ২১টিয়েই আন্তর্জাতিক মহলে খেলা হয়েছে, গত ৪ মাস আগে অস্ট্রেলিয়া খেলে এসেছে ভারত, নেপাল, ভূটান, শ্রীলঙ্কা খেলে বিজয় অর্জন করেছে এখন আবার আমেরিকা যাচ্ছে এটা আমাদের দেশের গৌরব দেশের জনগণের গৌরব।
বক্তারা আরও বলেন বাংলাদেশ প্রফেশনাল বক্সিং আন্তর্জাতিক মানসম্মত করার লক্ষ্যে সরকারকে এগিয়ে আসতে হবে এবং বেসরকারী সকল উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে, তবেই আসবে আমাদের সকলের কাঙ্খিত সাফল্য।