Home রাজনীতি আফগানিস্তানে তালেবান সরকার প্রতিষ্ঠা দক্ষিণ এশিয়ার নিরাপত্তার জন্য হুমকি–সিপিবি

আফগানিস্তানে তালেবান সরকার প্রতিষ্ঠা দক্ষিণ এশিয়ার নিরাপত্তার জন্য হুমকি–সিপিবি

29

ডেস্ক রিপাের্ট: আফগানিস্তানে তালেবানদের ক্ষমতা দখলের ‘নাটকীয় ও বিপদজনক’ ঘটনায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
আজ ১৭ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে প্রাথমিক বক্তব্য হিসাবে এক সংক্ষিপ্ত বিবৃতিতে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারন সম্পাদক মোহাম্মদ শাহআলম বলেছেন, ২০ বছর ধরে মার্কিন সা¤্রাজ্যবাদ আফগানিস্তানে আগ্রাসী যুদ্ধ পরিচালনার পর তাদের সেনাবাহিনী প্রত্যাহার করে নেয়ার প্রাক্কালে ক্ষমতা তালেবানদের হাতে দিয়ে গেছে। সাম্রাজ্যবাদের এই ‘নীল নক্সার খেলায়’ মার্কিনি দখলদারিত্বের দীর্ঘ কালো অধ্যায়ের পর আফগান জনগন এখন উগ্র ধর্মান্ধ জঙ্গী তালেবানি শাসনের মধ্যযুগীয় বর্বরতার অন্ধকারের সম্মুখীন। আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার সে দেশের জনগণ ও বিশ্ববাসীর দীর্ঘদিনের কাম্য হলেও, তার বিকল্প হিসেবে তালেবানি শাসন কোনমতেই কাম্য ছিল না। আফগানিস্তানের সাধারণ মানুষ আজ ফুটন্ত কড়াই থেকে জ্বলন্ত চুলায় নিক্ষিপ্ত হয়েছে।