Home সারাদেশ আন্তর্জাতিক মানবাধিকার দিবসে সাতক্ষীরায় শোভাযাত্রা ও আলোচনা সভা

আন্তর্জাতিক মানবাধিকার দিবসে সাতক্ষীরায় শোভাযাত্রা ও আলোচনা সভা

36

প্রতাপ হোড়,সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে শোভাযাত্রা, মানববন্ধন, স্টল প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকাল সাড়ে ৯ টায় সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে হতে এক বর্ণাঢ্য সাইকেল র‌্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে এক মানবন্ধনে মিলিত হয়।

একশন এইড বাংলাদেশ, ইউএনএফপিএ সহযোগিতায় এবং সুশীলনের নেতৃত্বে ২৫ টি স্বেচ্ছাসেবী সংগঠনের সমন্বয়ে জেন্ডার ইন ইমার্জেন্সি এলাইন্স সাতক্ষীরার বাস্তবায়নের মানববন্ধন শেষে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুুন কবির। স্বদেশ এর নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্তের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) আতিকুল ইসলাম, জেলা লিগ্যাল এইড অফিসার মনিরুল ইসলাম, শিক্ষাবিদ আব্দুল হামিদ ও যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আশিষ কুমার মন্ডল, সুশীলনের সহকারি পরিচালক জি এম মনিরুজ্জামান।

মানবাধিকার দিবস উপলক্ষে সোমবার দিনব্যাপী জেলা শিল্পকলা একাডেমি চত্তরে নিজেদের তৈরি বিভিন্ন পণ্যের স্টল প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনীতে অংশগ্রহণ করেন নারী উন্নয়ন সংগঠন প্রেরণা,নকশীকাথা, স্বদেশ, লাইট হাউজ ও সিডো সংস্থা।
অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে ক্রেস্ট বিতরণ করা হয়।