Home শিক্ষা ও ক্যাম্পাস আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় দাবা ক্লাব চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় দাবা ক্লাব চ্যাম্পিয়ন

37

স্টাফ রিপোটার: আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় দাবা ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। চ্যাম্পিয়ন দল ‘ঢাকা বিশ্ববিদ্যালয় নাইটস্ মেয়ারস্’-এর খেলোয়াড়রা হলেন তানভীর আলম, সোহেল মিয়া, মো. নাহিদ হাসান, মো. ফজলে এলাহী, শান্ত চিচাম এবং এহসানুল হক ইমন। চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়বৃন্দ আজ ২১ সেপ্টেম্বর ২০২৩ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সাথে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় দাবা ক্লাবের মডারেটর ও মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
এই প্রতিযোগিতায় সেকেন্ড রানারআপ হওয়ার গৌরব অর্জন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দাবা ক্লাবেরই আরেকটি দল ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাসশ ক্রাশারস’। এই টিমের হয়ে খেলেছেন ফয়সাল মাহমুদ হৃদয়, গালিভ হাসান অন্বয়, সবুজ আহমেদ সাগর, রাগিব শাহরিয়ার, রাতুল আহমেদ খান এবং রাজ চৌহান।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় দাবা ক্লাব টানা তিনবার আন্ত:বিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। স্পোর্টস বাংলা আয়োজিত চার দিনব্যাপী এবারের প্রতিযোগিতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১২টি দল অংশগ্রহণ করে।