Home শোক ও স্মরণ আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেনের মৃত্যু

আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেনের মৃত্যু

15

ডেস্ক রিপোর্ট: জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি কমরেড রবীন্দ্রনাথ সরেন মারা গেছেন। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১-৩০ মিনিটে দিনাজপুরের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আজ ১৩ জানুয়ারি ২০২৪ এক বিবৃতিতে আদিবাসী অধিকার আন্দোলনের নেতা, জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি, বাংলাদেশ আদিবাসী ফোরামের সহ সভাপতি রবীন্দ্রনাথ সরেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
বিবৃতিতে বলা হয়, রবীন্দ্রনাথ সরেন আমৃত্যু আদিবাসী জনগনের অধিকার আদায়ের সোচ্চার ছিলেন। তার মৃত্যুতে দেশের আদিবাসী জনগোষ্ঠীর চলমান লড়াই সংগ্রামের এক অপূরণীয় ক্ষতি হলো। মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল অসাম্প্রদায়িক এবং সকল মানুষের সম-অধিকারের বাংলাদেশ গড়ার বিষয়ে তিনি সব সময় বলিষ্ঠ ভূমিকা রেখেছেন।