ডেস্ক রিপোর্ট: আজ বিকেলে একাদশ জাতীয় সংসদের ২৪তম অধিবেশন শুরু হবে। তার অগে বিকেল ৪টায় কার্যউপদেষ্ঠা কমিটির বৈঠক হবে।অধিবেশন কার্যকাল কত দিন হবে, তা এই বৈঠক ঠিক করা হবে।
স্পীকার মিরিন শারমিন চৌধুরির সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হবে।বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ উপস্থিত থাকবেন।
সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ১৬ আগষ্ট রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন একাদশ সংসদের ২৪তম বৈঠক আহবান করেন।
এই অধিবেশনে সাইবার নিরাপত্তা আইনসহ ২২টি গুরুত্বপূর্ণ আইন উত্থাপিত হতে পারে।