Home জাতীয় আজকের কাগজ সম্পাদক কাজী শাহেদ আহমেদ নেই।

আজকের কাগজ সম্পাদক কাজী শাহেদ আহমেদ নেই।

29

ডেস্ক রিপোর্ট: বিশিষ্ট ব্যবসায়ী, আজকের কাগজের সম্পাদক ও প্রকাশক কাজী শাহেদ আহমেদ আর নেই। সোমবার রাত ৭.১৫ মিনিটে তিনি মৃত্যবরন করেন। মৃত্যুকারে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
কাজী শাহেদ আহমেদ ১৯৪০ সালের ৭ নভেম্বর যশোর জেলায় জন্ম গ্রহণ করেন। তিনি ইঞ্জিনিয়ারিং পাশ করে আর্মিতে ১৪ বছর দ্বায়িত্ব পালন করেন।
কাজী শাহেদ আহমেদ ক্রিড়া সংগঠক।আধুনিক সাংবাদিকতার পথপ্রদর্শক। সাহিত্য অঙ্গনে ছিল অবাধ পদচারনা।
বাংলাদেশে প্রথম অর্গানিক চা বাগানের প্রতিষ্ঠাতা কাজী শাহেদ। তিনি ইউনির্ভাসিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ ও কাজী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ।
কাজী শাহেদের তিন সন্তানের মধ্যে বড় ছেলে কাজী নাবিল আহমেদ বাংলাদেশ আওয়ামীলীগ থেকে সংসদ সদস্য।মেজ ছেলে কাজী আনিস আহমেদ ইংরেজী দৈনিক বাংলা ট্রিবিউন ও অনলাইন পোটাল বাংলা ট্রিবিউন এবং সাহিত্য পত্রিকা বেঙ্গল লাইটস- এর প্রকাশক।ছোট ছেলে কাজী ইনাম আহমেদ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক। তার স্ত্রী আমিনা আহমেদ বিশিষ্ট সঙ্গীত শিল্পী।