Home রাজনীতি আগামী বছর জুন মাসের মধ্যে পদ্মা সেতু উন্মুক্ত করে দেয়া হবে–সেতুমন্ত্রী

আগামী বছর জুন মাসের মধ্যে পদ্মা সেতু উন্মুক্ত করে দেয়া হবে–সেতুমন্ত্রী

34

ডেস্ক রিপোর্ট : ২০২২ সালের জুন মাসের মধ্যে পদ্মা বহুমুখী সেতু যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মন্ত্রী আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন ও বিগত ৫০ বছরের নদী ভাঙন থেকে শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলাকে রক্ষার জন্য দোয়া এবং পবিত্র কোরান শরিফ বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা জানান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ইতিহাসের প্রয়োজনেই বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার জন্ম,আর এখন তিনি নিজেই একটা ইতিহাস।

পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী একেএম এনামুল হক শামীমের সভাপতিত্বে দোয়া ও পবিত্র কোরান শরিফ বিতরণ অনুষ্ঠানে নাঈম রাজ্জাক এমপি, বায়তুল মোকাররম মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মিজানুর রহমান, বাহাদুরপুরের পীর সাহেব মাওলানা আবদুল্লাহ মো. হাসান, সুরেশ্বর দরবার শরিফের পীর সাহেব সৈয়দ শাহনূর কামাল, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ স্থানীয় নেতা-কর্মী ও বিভিন্ন জায়গা থেকে আগত ইমামগণ উপস্থিত ছিলেন।