Home জাতীয় আখাউড়ায় ৪ মাংস দোকানীকে জরিমানা

আখাউড়ায় ৪ মাংস দোকানীকে জরিমানা

34

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চার মাংস দোকানীকে আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে পৌরশহরের সড়ক বাজারে আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম। মূল্য তালিকা না থাকা, অতিরিক্ত মূল্য এবং লাইসেন্স না থাকার দায়ে এ জরিমানা করা হয়। জরিমানাকৃত দোকানী হলো সুমন মিয়া, ৭ হাজার টাকা, বিল্লাল হোসেন ৭ হাজার টাকা, মান্না মালদার ৩ হাজার টাকা এবং শাহীন ভূইয়া ৩ হাজার টাকা। ৪ দোকানীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
আদালত সূত্রে জানা যায়, আখাউড়া পৌরশহরের সড়ক বাজারে মাংসের দোকানে অভিযান চালায় ভাম্যমান আদালত। এসময় ৪ দোকানীর মাংস বিক্রির লাইসেন্স দেখাতে পারেনি। দোকানে মূল্য তালিকা ছিল না। তাছাড়া অতিরিক্ত মূল্যে মাংস বিক্রি করছিল। ভাম্যমান আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারা এবং পশু জবাই ও মাংস নিয়ন্ত্রণ আইন ২০১১ এর ৮ (১) ও ৯ (১) ধারায় ওই ব্যবসায়ীদেরকে বিভিন্ন অঙ্কে জরিমানা করেন। আদালতকে সহযোগিতা করেন আখাউড়া থানা পুলিশ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ অফিসার সানজিদা আক্তার। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ সাইফুল ইসলাম বলেন, অতিরিক্ত মূল্য, অস্বাস্থ্যকার পরিবেশসহ বিভিন্ন কারণে দোকানীকে জরিমানা করা হয়েছে।