Home রাজনীতি অযৌক্তিক ভাড়া আদায় বন্ধের দাবি–জাসদ

অযৌক্তিক ভাড়া আদায় বন্ধের দাবি–জাসদ

39

ডেস্ক রিপোর্ট: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি সরকার কর্তৃক ডিজেলের দাম লিটার প্রতি ১৫ টাকা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাস-লঞ্চসহ জনপরিবহনের অযৌক্তিক ভাড়া বৃদ্ধির তীব্র প্রতিবাদ ও নিন্দা করেছেন। তারা বলেন, ডিজেলের দাম লিটার প্রতি ২৩% বাড়লেও পরিবহনে আসন প্রতি ভাড়া কোনো যুক্তিতেই ২৭% বাড়তে পারে না। আসন প্রতি ২৭% ভাড়া বৃদ্ধি দিনে দুপুরে ডাকাতির শামিল। তারা বলেন, সরকার বার বার পরিবহন মালিকদের সংগঠন ও তাদের লেজুড় পরিবহন শ্রমিক নেতাদের সমন্বয়ে গঠিত পরিবহন মাফিয়া সিন্ডিকেটের অন্যায় আবদারকে প্রশ্রয় দেয়ায় পুরো পরিবহন খাত নিয়ন্ত্রণহীন নৈরাজ্যে পতিত হয়েছে। তারা জোরজুলুম করে অযৌক্তিক ভাড়া আদায় বন্ধ করার জন্য সরকারকে কঠোর অবস্থান গ্রহণের দাবি জানান।
বার্তা প্রেরক