Home সারাদেশ অবাধ ভোটাধিকার: প্রার্থী ও পোলিং এজেন্টদের ভূমিকা নিয়ে কর্মশালা

অবাধ ভোটাধিকার: প্রার্থী ও পোলিং এজেন্টদের ভূমিকা নিয়ে কর্মশালা

83

নিজস্ব প্রতিবেদক | মৌলভীবাজার : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক ‘অবাধ ভোটাধিকার: প্রার্থী ও পোলিং এজেন্টদের ভূমিকা’ শীর্ষক বাংলাদেশ নির্বাচন কমিশনের উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ অক্টোবর) সকাল ১১টায় শুরু হওয়া দিনব্যাপী কর্মশালায় সারাদেশের রাজনৈতিক দলসমূহের প্রার্থী ও জেলা নেতৃবৃন্দের সঙ্গে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে সরাসরি (ভার্চুয়াল) যুক্ত হয়ে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

মৌলভীবাজারে জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় কর্মশালাটি সম্প্রচার করা হয়। এ কর্মশালায় জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শাহীন আকন্দ, সদর উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ এমদাদুল হক, মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক, ‘৯০-এর গণঅভ্যুত্থানের সংগঠক, বাংলাদেশ ছাত্রমৈত্রীর সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য, জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, সাপ্তাহিক নতুন কথা’র বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান সহ নিবন্ধিত রাজনৈতিক দলসমূহের ১৫ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

কর্মশালায় ছিলেন- জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড সৈয়দ আমিরুজ্জামান, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক এডভোকেট নিখিল রঞ্জন দাশ, জেলা ন্যাপের সভাপতি নীহারেন্দু হোম সজল, জেলা ন্যাপের সিনিয়র সহসভাপতি যোগশংকর ভট্টাচার্য ও সাংগঠনিক সম্পাদক সুধাংশু দেব, বাংলাদেশ জাসদের জেলা যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আহমদ রাজা, ইসলামী ঐক্য জোটের জেলা সভাপতি মো. সিরাজুল ইসলাম, গণফোরামের জেলা সভাপতি বকসি ইকবাল আহমদ, ইসলামী ফ্রন্টের জেলা সভাপতি মাওলানা আব্দুল মুহিত হাসানী, বাংলাদেশ তরিকত ফেডারেশনের নেতা শাহজাদা সৈয়দ মুহাম্মদ রায়হান শাহ রহমানপুরী, ইসলামী ফ্রন্টের জেলা সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ কুতুবউদ্দিন, গণফোরামের ডা. আব্দুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

কর্মশালায় বাংলাদেশ নির্বাচন কমিশন ও জেলা নির্বাচন অফিসারকে ধন্যবাদ জানিয়ে জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড সৈয়দ আমিরুজ্জামান বেশ কয়েকটি সুপারিশ উপস্থাপন করেন।

কর্মশালা শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শাহীন আকন্দ বলেন, আগামী জাতীয় নির্বাচনের আগে তফসিল ঘোষণা করা হবে ২০২৩ সালের নভেম্বরে। এ অবস্থায় কেন্দ্র ঘোষিত কর্মশালাটি মৌলভীবাজারে বিদ্যমান সকল নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে।