Home খেলা অচেনা অস্ট্রেলিয়ার কন্ডিশনে পিছিয়ে বাংলাদেশ

অচেনা অস্ট্রেলিয়ার কন্ডিশনে পিছিয়ে বাংলাদেশ

28

ডেস্ক রিপোর্ট: ‘আমরা সবাই অস্ট্রেলিয়ায় প্রথম বারের মতো আন্তর্জাতিক টি-২০ খেলব।’
গত ১৫ অক্টোবর আইসিসির ক্যাপ্টেনস মিডিয়া ডে’তে সাকিব আল হাসানের কথাটা শুনে পিলে চমকে উঠেছিলেন সঞ্চালক। অধিনায়কদের মিলনমেলায় আক্ষেপ ঝরেছিল সাকিবের কণ্ঠে।
চলমান বিশ্বকাপ দিয়েই বাংলাদেশ দলের সব ক্রিকেটার অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম বার আন্তর্জাতিক টি-২০ খেলবেন। আর অচেনা অস্ট্রেলিয়ার কন্ডিশন বিশ্বকাপে টাইগারদের অনেক পিছিয়ে রাখছে বলে মন্তব্য করেছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। ব্রিসবেনে এখন দলের সঙ্গেই আছেন তিনি।

গতকাল সাংবাদিকদের নান্নু বলেছেন, ‘অস্ট্রেলিয়ায় কিন্তু সেই অভিজ্ঞতা (ম্যাচ খেলা) আমাদের নেই। কারণ বিগ ব্যাশে আমাদের কিন্তু কেউ খেলে না। সেই হিসেবে আমরা অনেক পিছিয়ে আছি এই জায়গায়।’
দল ঘোষণা, পরিবর্তন সবই সম্পন্ন হয়েছে। টিম ম্যানেজমেন্টও পরিকল্পনা তৈরি করেছে। এখন মাঠে পারফরম করার দায়িত্ব ক্রিকেটারদের। গতকাল সেটিই স্মরণ করিয়ে দিলেন প্রধান নির্বাচক, ‘টিম ম্যানেজমেন্ট একটা চিন্তাভাবনা করে দল দেয়। তারপর মাঠের কাজ কিন্তু খেলোয়াড়দেরই। তবে আমি আশা করি, খেলোয়াড়রা অভিজ্ঞতা নিয়েছে, অনেক ম্যাচ কিন্তু খেলে এসেছে।’

যদিও বিশ্বকাপ শুরুর আগে দুর্বিপাকে আছে টাইগাররা। টানা হারে বিপর্যস্ত পুরো দল। নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে চার ম্যাচ হেরেছে সাকিববাহিনী। বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের কাছেও ৬২ রানে হেরেছে দলটি।

বিশ্বকাপের মূল মঞ্চের নামার আগে ব্যাটে-বলে হতাশা কাটিয়ে উঠার আরেকটি সুযোগ পাচ্ছে বাংলাদেশ দল। আজ দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবেন সাকিব-মুস্তাফিজরা। ব্রিসবেনের অ্যালান বোর্ডার মাঠে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি। নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে অবশ্য প্রোটিয়ারা ৯ উইকেটে হারিয়েছিল নিউজিল্যান্ডকে।

ব্যাটিংটা বরাবরই চিন্তার কারণ বাংলাদেশের জন্য। টি-২০ সুলভ ব্যাটিং করতে পারছেন না ব্যাটসম্যানরা। প্রধান নির্বাচক অবশ্য টপ অর্ডার নিয়েই বেশি চিন্তিত, ‘টিমের অনেক খেলোয়াড়কে চেষ্টা করা হচ্ছে টপ অর্ডারে। ভালো না খেললে অনেক ধরনের কথা আসেই, ভালো না খেললে এ জিনিসটা আসবেই। আমি মনে করি, খেলোয়াড়দেরও পারফরম্যান্সের অ্যানালাইসিস করতে হবে।’

আগামী ২৪ অক্টোবর শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। তার আগে আজকের প্রস্তুতি ম্যাচ, অনুশীলন সেশনগুলোর সর্বোচ্চ ব্যবহার করার প্রতি গুরুত্ব দিয়েছেন নান্নু। যাতে কন্ডিশন অনুযায়ী প্রস্তুতিটা হয়। সাবেক এ অধিনায়ক গতকাল বলেছেন, ‘তারপরও আমি মনে করি পূর্ব অভিজ্ঞতা থেকে খেলোয়াড়রা যদি সব মানিয়ে নিতে পারে আর বিশ্বকাপের আগের সেশনগুলো যদি ভালো কাটাতে পারে, তাহলে নিজেদের প্রস্তুত করে ভালো ক্রিকেটটা খেলতে পারবে।’
ইত্তেফাক