Home জাতীয় অচিরেই মোংলা বন্দর দেশের নৌ-বাণিজ্যের নেতৃত্ব দিবে–মোংলায় নৌপরিহন প্রতিমন্ত্রী

অচিরেই মোংলা বন্দর দেশের নৌ-বাণিজ্যের নেতৃত্ব দিবে–মোংলায় নৌপরিহন প্রতিমন্ত্রী

46

মোংলা থেকে মো. নূর আলমঃ অচিরেই মোংলা বন্দর দেশের নৌ-বাণিজ্যের নেতৃত্ব দিবে। পদ্মা সেতু চালু হলে বন্দরের গতি বেড়ে যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় বন্দর ঘুরে দাড়িয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে কম রাজস্ব চার্জ দিয়ে মোংলা বন্দর দিয়ে গাড়ী আমদানি হচ্ছে। এখানে জেটি ভাড়া ফ্রি করা হয়েছে। যে কারনে বড় বড় ব্যবসায়ীরা এই বন্দর ব্যবহার করছে। চ্যানেল ড্রেজিং করে ৯.৫ মিটার ড্রাফটের জাহাজ আনার ব্যবস্থা হচ্ছে। ছয় হাজার কোটি টাকা ব্যয়ে বন্দরের সক্ষমতা বৃদ্ধির প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। রেল লাইন স্থাপিত হচ্ছে। রাস্তা ছয় লেনে উন্নীত করা হচ্ছে। আঞ্চলিক যোগাযোগ স্থাপিত হলে বন্দরের গতি আরো সঞ্চারিত হবে। ১৬ মার্চ বুধবার বিকেলে মোংলা বন্দর কর্তৃপক্ষ’র আয়োজনে বন্দর গেস্ট হাউজ ’পারিজাত’ চত্বরে ভেসেল ট্রাফিক ম্যানেজমেন্ট এন্ড ইনফরমেশন সিস্টেম ”ভিটিএমআইএস” প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী একথা বলেন।
বুধবার বিকেল ৪টায় ”ভিটিএমআইএস” প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভিটিএমআইএস প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ইঞ্জিনিয়ার মোঃ মাহফুজ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্দরের সদস্য ( হারবার ও মেরিন ) কমোডোর এম আব্দুল ওয়াদুদ তরফদার, সদস্য ( প্রকৌশল ও উন্নয়ন ) ইমতিয়াজ হোসেন, নৌবাহিনীর মোংলা ঘাঁটির অধিনায়ক ক্যাপ্টেন মোশারফ, কোস্ট গার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোসায়েদ, কাস্টম্স কমিশনার নিয়াজুর রহমান, মোংলা উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাংবাদিক মো. নূর আলম শেখ, মোংলা প্রেসক্লাবের সভাপতি মনিরুল হায়দার ইকবাল, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আমির হোসেন আমু প্রমূখ। প্রধান অতিথির বক্তৃতায় নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী আরো বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিশনারি নেতা। তিনি নেতৃত্ব দেন আগামী দিনের বাংলাদেশ কোথায় গিয়ে দাড়াবে তার। আওয়ামীলীগ বাংলার মানুষকে যে ভিশনারি প্রতিশ্রুতি দিয়েছে তা রক্ষা করেছে। আওয়ামীলীগই প্রতিশ্রুতি রক্ষা করে, আর কেউ তা করেনা। তিনি বলেন দেশের জন্য সবার দায় আছে। সেই জায়গা থেকে থেকে দেশের জন্য, মোংলা বন্দরের জন্য আমাদের কাজ করতে হবে। সভাপতির বক্তব্যে মোংলা বন্দর কর্তৃপক্ষ’র চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা বলেন আধুনিক প্রযুক্তি নির্ভর চ্যানেলে নিরাপদ জাহাজ হ্যান্ডলিং কার্যক্রমের উদ্দ্যেশে ”ভিটিএমআইএস” প্রকল্প চালু হলো। ”ভিটিএমআইএস” প্রকল্প চালুর ফলে জাহাজের নিরাপদ পাইলটিং ও নোঙর, চ্যানেলের নিরাপত্তা পর্যবেক্ষণ, দূর্ঘটনা কারন অনুসন্ধান, তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং অন্যান্য জাহাজের গতিবিধি পর্যবেক্ষণ করা যাবে। উল্ল্যেখ্য ৫৪ কোটি টাকা ব্যয়ে ভিটিএমআই প্রকল্পের উদ্যোগে বন্দরের পশুর চ্যানেলে ৪টি টাওয়ার এবং হিরণ পয়েন্ট ও মোংলায় কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে।