Home শিক্ষা ও ক্যাম্পাস অক্টোবরের প্রথম সপ্তাহে ঢাবি হল খুলে দেওয়া হবে

অক্টোবরের প্রথম সপ্তাহে ঢাবি হল খুলে দেওয়া হবে

50

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: সব কিছু ঠিকঠাক থাকলে অক্টোবরের প্রথম সপ্তাহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো খুলে দেওয়া হবে।তবে অনার্স শেষ বর্ষ এবং মাস্টার্সের শিক্ষার্থীরা শর্ত সাপেক্ষে হলে উঠতে পারবেন।মঙ্গলবার (২৪ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির এক সভায় এ সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী।
তিনি এ বিষয় আরও জানান, সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের ২ ডোজ টিকা নেওয়া শেষ করতে হবে। তা না হলে কোনো শিক্ষার্থীকে হলে উঠতে পারবেন না।

তিনি বলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলে চতুর্থ বর্ষ এবং মাস্টার্সের জন্য বিশ্ববিদ্যালয়ের হল খোলার সিদ্ধান্ত হয়েছে। হলে থেকেই শিক্ষার্থীরা পরীক্ষা এবং শ্রেণি কার্যক্রম শুরু করতে পারবে। তবে সেপ্টেম্বরের মধ্যে সব শিক্ষার্থীকে দুই ডোজ টিকা গ্রহণ করতে হবে। টিকা নেওয়া সাপেক্ষে নভেম্বরে সব বর্ষের শিক্ষার্থীদে হলে তুলে দেওয়ার কথা বলেছেন ।