Home শিক্ষা ও ক্যাম্পাস জাবিতে অস্থায়ী কর্মচারীদের আমরণ অনশন

জাবিতে অস্থায়ী কর্মচারীদের আমরণ অনশন

202

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এ ‘চাকরী স্থায়ীকরন’ এই একদফা একদাবিতে আমরণ অনশনে নেমেছে জাবির দৈনিক মজুরী ভিত্তিক অস্থায়ী কর্মচারীরা।

০২ জানুয়ারি সোববার বেলা এগারটা থেকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনের সামনে এই কর্মসূচী শুরু করে।

অস্থায়ী কর্মচারীদের মুখপাত্র শামছু মিয়া যুগবার্তার প্রতিনিধিকে বলেন আমরা আট দশ বছর ধরে বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী ভাবে দৈনিক মজুরী ভিত্তিক চাকরী করলেও প্রশাসন শুধু আমাদেরকে আশ্বাস দিয়ে যায়, কোন পদক্ষেপ গ্রহণ করে না। আমরা কয়েক দফায় স্বারকলিপিও পেশ করেছি। এবারে আমাদের কর্মসসূচী ততক্ষণ চলতে থাকবে যতক্ষণ আমাদের জন্য কোন পদক্ষেপ না নেন। আমাদের দাবি একটাই চাকরী স্থায়ীকরণ।

কর্মচারীরা রেজিস্ট্রার ভবনের মূল ফটকে অবস্থান করায় নিয়মিত কার্জে সমস্যা সৃষ্টি হচ্ছে বলেন জানান এক শিক্ষার্থী।