Home সারাদেশ সংসদে ঢাকা-৫ আসনের উন্নয়ন ফিরিস্তি তুলে ধরলেন মনু

সংসদে ঢাকা-৫ আসনের উন্নয়ন ফিরিস্তি তুলে ধরলেন মনু

119

স্টাফ রিপোটার: একাদশ জাতীয় সংসদের ২৩ তম অধিবেশনে ২০২৩-২৪ অর্থবছরের বাজেটের উপর সাধারণ আলোচনায় বক্তব্য রাখেন ঢাকা-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী মনিরুল ইসলাম এমপি।

বুধবার (৮ জুন) ডেমরা-যাত্রাবাড়ি এলাকায় সরকারের চলমান উন্নয়ন তুলে ধরেন তিনি।
সংসদ সদস্য তার আলোচনায় ২০২৩-২৪ অর্থবছরে একটি বাস্তববাদী ও গণমুখী বাজেট ঘোষণা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন কাজী মনিরুল ইসলাম মনু।

এছাড়াও বর্তমান সরকারের নানা উন্নয়ন প্রকল্প তুলে ধরেন এবং এর দ্বারা সাধারণ মানুষ কিভাবে সরাসরি উপকৃত হচ্ছেন তা তুলে ধরেন এই সংসদ সদস্য। কাজী মনিরুল ইসলাম মনু তার বক্তব্যে ডেমরা রোড থেকে মেয়র হানিফ ফ্লাইওভারে একটি লুপ নির্মাণের প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ জানান।
এছাড়াও মাননীয় সংসদ সদস্য ডেমরায় বন্ধ হয়ে যাওয়া বিভিন্ন মিলের শ্রমিকদের দুর্দশার চিত্র তুলে ধরে অত্র অঞ্চলে নতুন করে অর্থনৈতিক ও শিল্প অঞ্চল গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরেন। ঢাকা-৫ সংসদীয় আসনে সরকারি মাধ্যমিক স্কুল, সরকারি কলেজ ও একটি পূর্ণাঙ্গ হাসপাতালের প্রয়োজনীয়তা সংসদ সদস্য তার বক্তব্যে তুলে ধরেন।