Home জাতীয় ভাষা সৈনিক রণেশ মৈত্র মারা গেছেন

ভাষা সৈনিক রণেশ মৈত্র মারা গেছেন

48

ডেস্ক রিপোর্টঃ ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও কলামিষ্ট রণেশ মৈত্র মারা গেছেন। আজ সোমবার ভোররাতে ঢাকার পপুলার হাসপাতালে মৃত্যু বরন করেন তিনি ।

মৃত্যুকালে রণেশ মৈত্র স্ত্রী বীরমুক্তিযোদ্ধা পূরবী মৈত্র, দুই ছেলে ও তিন মেয়েসহ অসখ্য গুণগ্রাহী রেখে গেছেন এবং তার বয়স হয়েছিল ৯০ বছর।

তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

রণেশ মৈত্র ১৯৩৩ সালের ৪ অক্টোবর রাজশাহী জেলার ন’হাটা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। পৈত্রিক বাসস্থান পাবনা জেলার সাঁথিয়া উপজেলার ভুলবাড়িয়া গ্রামে। নিজ জীবন সংগ্রাম থেকে শিক্ষা নিয়েই রণেশ মৈত্র দেশের অসহায়, শোষিত ও বঞ্চিত মানুষের জন্য আন্দোলন ও সংগ্রাম করেন।