Home সারাদেশ কলারোয়া ইউনিয়ন পরিষদের সচিব হামলার শিকার।। থানায় অভিযোগ

কলারোয়া ইউনিয়ন পরিষদের সচিব হামলার শিকার।। থানায় অভিযোগ

28

কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় এক ইউনিয়ন পরিষদের সচিব হামলায় শিকার হয়েছে। এঘটনায় হামলাকারীর বিরুদ্ধে
কলারোয়া থানায় একটি অভিযোগ হয়েছে। থানায় দেয়া অভিযোগ সূত্রে জানা গেছে-গত ১জুন বেলা সাড়ে ১১টার দিকে লাঙ্গলঝাড়া ইউনিয়ন ঘর জামাই জাকির হোসেন ইউনিয়ন পরিষদে আসেন। তিনি ইউনিয়ন পরিষদে আসা মাত্রই সচিব এর রুমে ঢুকে তার নামে নতুন একটি ট্রেড লাইসেন্স করার জন্য সচিবকে জানায়। এসময় সচিব তার ভোটার আইডি কার্ড চেক করে দেখেন যে সে লাঙ্গলঝাড়া ইউনিয়নের বাসিন্দা না। তার গ্রামের বাড়ী পাটকেলঘাটার কাশিমপুর গ্রামে। তা ছাড়া জাকির হোসেনের নামে লাঙ্গঝাড়া ইউনিয়নে কোন ব্যবসা প্রতিষ্ঠানও নেই। এসময় সচিব আব্দুল হামিদ তার ট্রেড লাইসন্সে দিতে অপরাগতা শিকার করলে জাকির সন্ত্রাসী কায়দায় সচিব আব্দুল হামিদ কে ধরে মারধোর করার চেষ্টা করে লাঞ্চিত করে। বেপরোয়া গালি দিয়ে সচিব এর রুমে থাকা সরকারী কাগজপত্র ধরে টানা হেচড়া করে ছিড়ে ফেলে। পরে খবর পেয়ে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশদ্বয় ঘটনা স্থানে আসতে দেখে জাকির হোসেন দৌড় দিয়ে পালিয়ে যায়। পরে এঘটনায় ইউপি সচিব আব্দুল হামিদ ন্যায় বিচারের দাবীতে কলারোয়া থানায় একটি অভিযোগ দিয়েছে। ইউপি চেয়ারম্যান অধ্যাপক এমএ কালাম জানান-তিনি পরিষদে ছিলেন না।
ঘর জামাই জাকির হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে থানা পুলিশকে জানানো হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস জানান-লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদ এর সচিব আব্দুল হামিদ এ বিষয়ে একটি অভিযোগ তার দপ্তরে দিয়েছেন। তিনি বিষয়টি দেখবেন। কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন- লাঙ্গলঝাড়া ইউপি সচিব আব্দুল হামিদ বাদী হয়ে থানায় অভিযুক্ত জাকির হোসেনের বিরুদ্ধে একটি অভিযোগ দিয়েছেন। থানা পুলিশ সচিব লাঞ্চিত হওয়ার বিষয়ে তদন্ত শুরু করেছেন।