Home সাহিত্য ও বিনোদন নাট্যজন আহাম্মদ কবীরের স্মরণানুষ্ঠান ও ‘ছোলেমান বাদশার প্রার্থনা’র প্রর্দশনী

নাট্যজন আহাম্মদ কবীরের স্মরণানুষ্ঠান ও ‘ছোলেমান বাদশার প্রার্থনা’র প্রর্দশনী

36

চট্টগ্রাম অফিস: নাট্যকার, লেখক ও গবেষক প্রয়াত আহাম্মদ কবীরের স্মরণানুষ্ঠান বৃহস্পতিবার (৮ জুন) বিকালে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারি হলে অনুষ্ঠিত হবে। বীজন নাট্য গোষ্ঠী এ অনুষ্ঠানের আয়োজন করছে। এতে অতিথি থাকবেন নাট্যজন প্রদীপ দেওয়ানজী, লেখক, গবেষক ও রাজনীতিবিদ ড. মাসুম চৌধুরী, বীজন নাট্য গোষ্ঠীর প্রধান উপদেষ্টা গিয়াস উদ্দিন জুয়েল, চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবু, চট্টগ্রাম সিটি করপোরেশনের ৯, ১০ ও ১৩ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবিদা আজাদ, আইন ও অধিকার সংস্থার সভাপতি এডভোকেট উত্তম কুমার দত্ত। সভাপতিত্ব করবেন বীজন নাট্য গোষ্ঠীর সহ দল প্রধান রূপায়ন বড়ুয়া।

আবৃত্তি শিল্পী দিলরুবা খানম ছুটির উপস্থাপনায় অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে নাটক ‘ছোলেমান বাদশার প্রার্থনা’ মঞ্চস্থ করবে বীজন নাট্য গোষ্ঠী। আহাম্মদ কবিরের রচনা ও মোশারফ ভূঁইয়া পলাশের নির্দেশনায় এতে অভিনয় করবেন সায়েম উদ্দিন, আবদুল মান্নান, সাইফুল মজুমদার, মোহাম্মদ হারুন, বিনা দাশ গুপ্ত, রহিমা আক্তার প্রমা।

অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে থাকবেন বীজন নাট্য গোষ্ঠীর সহ দল প্রধান উম্মে কুলসুল কেয়া ও সাধারণ সম্পাদক সাজ্জাদ ভূঁইয়া।