Home রাজনীতি এমপি হাজী সেলিম আত্মসমর্পণ করেছেন

এমপি হাজী সেলিম আত্মসমর্পণ করেছেন

72

অপূর্ব ফারুকঃ এমপি মোহাম্মদ সেলিম ঢাকা জজ আদালতে আত্মসমর্পণ করেছেন আজ। দুর্নীতির মামলায় হাইকোর্টের রায়ে ১০ বছরের কারাদণ্ড বহাল থাকায় উচ্চ আদালতের নির্দেশনা অনুসরণ করে আত্মসমর্পণ তিনি। আওয়ামী লীগ নেতা হাজী মোহাম্মদ সেলিমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (২২ মে) শুনানি শেষে ঢাকার বিশেষ জজ আদালত-৭ এর বিচারক শহিদুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আজ বেলা ৩টার দিকে আদালতে সশরীরে উপস্থিত হবেন হাজী সেলিম। এরপর এ আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। কারাগারে উন্নত চিকিৎসা ও প্রথম শ্রেণির ডিভিশন চেয়ে আরও দুইটি আবেদন করা হয়েছে।

জামিনের আবেদনে প্রাণ নাথ উল্লেখ করেছেন যে, ২০১৬ সালে হৃৎপিণ্ডে অস্ত্রোপচারের সময় মস্তিষ্কে রক্তক্ষরণের ফলে হাজি সেলিম দীর্ঘদিন যাবত বাকশক্তিহীন অবস্থায় রয়েছেন।এজন্য তিনি দেশ-বিদেশে চিকিৎসাও নিয়েছেন।