সঞ্জীব রায়: তালেবান আফগানিস্তানে অন্তর্বতী সরকারের ঘোষণা দিয়েছে । সরকারের প্রধান নেতৃত্বে থাকবেন মোহাম্মদ হাসান এবং উপ-প্রধান আবদুল গনি বারাদার ।মঙ্গলবার ৭ সেপ্টেম্বর এই সরকারের নাম ঘোষণা তালেবানার মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ ।

জানাগেছে, একইভাবে হাক্কানি নেটওয়ার্কের প্রবীণ আরেকজন নেতা সিরাজউদ্দিন হাক্কানিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রস্তাব করা হয়েছে। তিনি পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোর গভর্নর মনোনয়ন দেওয়ার কর্তৃত্বও পেয়েছেন।

মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ বর্তমানে তালেবানের শক্তিশালী সিদ্ধান্ত-গ্রহণকারী পরিষদ রেহবারি শুরা বা নীতি-নির্ধারণী পরিষদের প্রধানের দায়িত্ব পালন করছেন। তালেবানের তীর্থস্থান হিসেবে পরিচিত কান্দাহারে তার জন্ম । সশস্ত্র এই গোষ্ঠীর প্রতিষ্ঠাতাদের অন্যতম একজন তিনি।

গত মাসে তালেবানরা ক্ষমতায় আসার পরপরই তারা বলেছিল যে আগস্টের শেষের দিকেই একটি সরকার ঘোষণা করবেন।গত মাসে না করলেও চলতি মাসের প্রথম সপ্তাহে সরকারের ঘোষণা আসলো।