Home প্রচ্ছদ আজ ২১ আগষ্ট: গ্রেনেড হামলার ১৯তম বার্ষিকী

আজ ২১ আগষ্ট: গ্রেনেড হামলার ১৯তম বার্ষিকী

28

ডেস্ক রিপোর্ট: আজ ২১ আগষ্ট বাংলাদেশের ইতিহাসে একটি নৃশংসতম হত্যাযজ্ঞের ভয়বহ দিন।এ সন্ত্রাসী হামলার ১৯তম বার্ষিকী।২০০৪ সালে এই দিনে জামাত-বিএনপি সরকারের আমলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামীলীগের সন্ত্রাস বিরোধী সমাবেশে ইতিহাসের নজির বিহীন গ্রেনেড হামলা চালানো হয়।হামলায় আক্রান্ত হন তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।দলীয় কর্মীরা মানব দেয়াল করে শেখ হাসিনাকে রক্ষা করেন। এই হামলায় আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৪ নেতাকর্মী মারা যায়। আহত হয়েছে অনেকে, এখনও আহতরা পঙ্গুত্ব অবস্থায় স্মৃতি বহন করে চলছে।
দিনটি উপলক্ষ্যে আজ আওয়ামীলীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কর্মসুচি পালন করবেন।
সকাল ১১টায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামীলীগের কার্যালয়ের সামনে নির্মিত বেদিতে পুষ্পার্ঘ্য নিবেদন করা হবে।এরপর আরোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনা।