Home জাতীয় শ্রমজীবী মানুষের জীবিকার অধিকার হরণ করছে সরকার:মনজুরুল আহসান

শ্রমজীবী মানুষের জীবিকার অধিকার হরণ করছে সরকার:মনজুরুল আহসান

43

ডেস্ক রিপোর্ট: সরকার বহু আগেই মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে, এখন ক্রমাগত ভাতের অধিকার কেড়ে নেয়া হচ্ছে। দেশের শ্রমজীবী মানুষের জীবিকার ওপরে একের পর এক আক্রমণ পরিচালনা করা হচ্ছে। যার ফলশ্রুতিতে শ্রমিক-মেহনতি মানুষ আজ দিশেহারা। রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ঘেরাও পূর্ব বিশাল শ্রমিক সমাবেশে আজ এ কথা বলেন বর্ষীয়ান রাজনীতিবিদ, প্রখ্যাত শ্রমিকনেতা মনজুরুল আহসান খান। সংগঠনের উপদেষ্টা মনজুরুল আহসান খান অবিলম্বে রিকশা শ্রমিকদের ওপর চলমান জুলুম-নির্যাতন বন্ধের দাবি জানান।
আজ ৩০ আগস্ট মঙ্গলবার রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ঢাকার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশ শেষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অভিমুখে ঘেরাও মিছিল শুরু হলে বিপুল সংখ্যক পুলিশ মিছিলে বাধা দেয়। এরপর প্রতিনিধি দল মেয়র বরাবর স্মারকলিপি প্রদান করে।
রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহাদাৎ খাঁ এর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম নাদিমের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মনজুরুল আহসান খান, রাগিব আহসান মুন্না, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, সহ-সভাপতি আব্দুল হাকিম মাইজভান্ডারি, সাংগঠনিক সম্পাদক লিটন নন্দী, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম সমীর, কেন্দ্রীয় নেতা মঞ্জুর মঈন, মোহাম্মদ আলী, কেন্দ্রীয় কমিটির সংগঠক অনিক রায়, শ্রমিকনেতা গোলাম মোস্তফা, মো. নিজাম, মো. রিয়াদ, মো. সিরাজ, সাবলি ইসলাম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ঘেরাও কর্মসূচি প- করতে হাজারীবাগ ও কামরাঙ্গীরচর এলাকায় স্থানীয় সরকার দলীয় সন্ত্রাসীরা রিকশা শ্রমিকদের ওপর সকাল থেকে হামলা পরিচালনা করে। এসকল হামলায় ১০ জনের বেশি নেতাকর্মী গুরুতর আহত হন। তা সত্ত্বেও গ্যারেজসমূহে হামলা, বৈধ বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা, গ্যারেজ সিল করা, রিকশা আটক, শ্রমিকদের মারধর ইত্যাদি জুলুম নির্যাতনের প্রতিবাদে এবং ব্যাটারিচালিত রিকশার লাইসেন্স প্রদানের দাবিতে ঘেরাও কর্মসূচিতে বিপুল শ্রমিকের সমাবেশ ঘটেছে।