Home খেলা বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না

বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না

40

ডেস্ক রিপোর্ট: জমকালো উদ্বোধনী অনুষ্ঠান দিয়েই বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর শুরুর পরিকল্পনা করেছিল বিসিবি। কিন্তু করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রনের বিস্তারের কারণে বিদেশি শিল্পী আনা কঠিন হয়ে পড়ছে। উদ্বোধনী অনুষ্ঠানের চিন্তাই বাদ দিতে হচ্ছে। বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল গতকাল বলেছেন, উদ্বোধনী অনুষ্ঠান এবার হবে না।
মিরপুর স্টেডিয়ামে বুধবার (২২ ডিসেম্বর) সংবাদ সম্মেলনে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিকও বললেন, উদ্বোধনী অনুষ্ঠানের সম্ভাবনা নেই বললেই চলে। তিনি বলেছেন, ‘এখন যে পরিস্হিতি, তাতে একটু কঠিন।একদম না বলে দিচ্ছি না। তবে না হওয়ার সম্ভাবনাই বেশি।’
তবে গতকাল আনুষ্ঠানিকভাবে বিপিএলের অনেক তথ্যই জানিয়েছেন বিসিবির এ পরিচালক। ছয় দল নিয়েই হবে বিপিএল। দলগুলো হচ্ছে ঢাকা, সিলেট, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও কুমিল্লা। বিসিবির কিছু আনুষ্ঠানিকতা আজকের মধ্যেই সম্পন্ন করতে হবে আগ্রহী ফ্র্যাঞ্চাইজিলোকে। যার মধ্যে আছে টাকা জমা দেওয়া, অংশগ্রহণ ফি। প্লেয়ার্স ড্রাফট ২৭ ডিসেম্বরই করতে চায় বিসিবি। কোনো কারণে পেছাতে হলে সেটা জানুয়ারির প্রথম সপ্তাহেই হয়ে যাবে। বিপিএলের ভেন্যু ও প্রাইজমানি নিয়ে মল্লিক গতকাল বলেছেন, ‘আমরা তিনটা ভেন্যুই রাখছি—ঢাকা, সিলেট চট্টগ্রাম। চ্যাম্পিয়ন দলের জন্য ১ কোটি টাকা ও রানার-আপ দলের জন্য ৫০ লাখ টাকা।’
জাতীয় দলের ক্রিকেটাররা নিউজিল্যান্ড থেকে ফিরে চাইলে বিশ্রামে থাকতে পারবেন। ইচ্ছে করলে ২-১টা ম্যাচ না খেলার অনুমতিও থাকছে তাদের জন্য। বিপিএলের সদস্যসচিব বলেন, ‘জাতীয় দলের খেলোয়াড়রা বিশ্রাম চাইলে ২-৪ ম্যাচে বিশ্রাম দেওয়া হবে। এটা নিয়ে কোনো অসুবিধা নেই। পারিশ্রমিকের ক্ষেত্রে সমস্যা নেই। এটা ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে কথা বলে আমরা ঠিক করে নেব।’
এবার বিপিএলে ক্রিকেটারদের তালিকায় থাকছে না কোনো আইকন ক্যাটাগরি। মল্লিক বলেন, ‘কোনো আইকন খেলোয়াড় থাকছে না।’ বিসিবির এ পরিচালক আরও জানিয়েছেন, প্রতিদিন দুটি করে ম্যাচ হবে। দিনের প্রথম ম্যাচ শুরু হতে পারে দুপুর ১টা থেকে ২টার মধ্যে। পরেরটা সন্ধ্যায়। ড্রাফটের বাইরে দলগুলো একজন দেশীয় ও তিনজন বিদেশি ক্রিকেটার সরাসরি চুক্তি করে নিতে পারবে। দেশীয় ক্রিকেটারদের সর্বোচ্চ পারিশ্রমিক হবে ৭০ লাখ টাকা। পরের ক্যাটাগরিতে ৩৫, ২৫, ১৮, ১২, ৫ লাখ টাকা পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে। বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক ৭০ হাজার ডলার থেকে শুরু হবে। তারপর ৫০ হাজার, ৩০ হাজার, ২৫ হাজার, ২০ হাজার ডলার ধরা হয়েছে।-ইত্তেফাক