Home শিক্ষা ও ক্যাম্পাস “৭ অক্টোবর থেকে বশেমুরবিপ্রবি’র হল খোলা”

“৭ অক্টোবর থেকে বশেমুরবিপ্রবি’র হল খোলা”

38

বশেমুরবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২৮ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭ টায় মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ.কিউ.এম মাহবুব এর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ২৪তম সভা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ উপ-পরিচালক মোঃ মাহবুবুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

এসময় সভার শুরুতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

উক্ত সভায় অত্র বিশ্ববিদ্যালয়ের হলসমুহ খুলে দেওয়া ও শিক্ষার্থীদের হলে অবস্থান এবং তাদের স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয় নিয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। বিশ্ববিদ্যালয়ের হল সমূহ ২টি ধাপে খুলে দেওয়া হবে জানা গেছে।

প্রথম ধাপে আগামী ০৭.১০.২০২১ ইং তারিখে ৪র্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীরা হলে উঠতে পারবে এবং দ্বিতীয় ধাপে আগামী ২০.১০.২০২১ ইং তারিখে অন্যান্য বর্ষের শিক্ষার্থীরা হলে উঠতে পারবে সিদ্ধান্ত হয়। তবে হলে ওঠার ক্ষেত্রে অন্তত এক ডোজ টিকা নেওয়ার প্রমাণপত্র ও হলের আবাসিক শিক্ষার্থীদের বৈধ পরিচয়পত্র থাকতে হবে। একইসাথে শ্রেণিকক্ষ ও পরীক্ষার হলে অবশ্যই সকল শিক্ষার্থীকে মাস্ক পরিধান করতে হবে এবং যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে জোর দেয়া হয়।

এছাড়া সভায় সকল শিক্ষার্থীকে মাস্ক পরে সামাজিক দুরত্ব বজায় রেখে এবং ভিড় এড়িয়ে চলার জন্য পরামর্শ প্রদান করা হয়।