Home কুটনৈতিক ও প্রবাস ৪৫ অভিবাসী নিয়ে তুরস্ক উপকূলে নৌকাডুবি

৪৫ অভিবাসী নিয়ে তুরস্ক উপকূলে নৌকাডুবি

32

ডেস্ক রিপোর্ট : তুরস্ক উপকূলে ৪৫ জন অভিবাসী বোঝাই একটি নৌকা ডুবে গেছে। এদের মধ্যে ৮জন নিখোঁজ রয়েছে। বাকী ৩৭ জনকে দেশটির নৌবাহিনী জাহাজ ও বিমান দিয়ে উদ্ধার করেছে। শুক্রবার (২৩ জুলাই) এসব অভিবাসন প্রত্যাশীদের উদ্ধার করা হয়।

তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, উপকূলীয় শহর কাস থেকে দক্ষিণ-পশ্চিমে ২৫৯ কিলোমিটার দূরে বৃহস্পতিবার ওই নৌকাডুবির খবর পায় নৌবাহিনী। এরপরই তাদের উদ্ধারে অভিযান শুরু হয়। এসব অভিবাসন প্রত্যাশীরা কোন দেশের তা জানা সম্ভব হয়নি।

তুরস্ক মূলত ইউরোপের প্রবেশ দ্বার হওয়ায় প্রতি বছর অনেক অভিবাসন প্রত্যাশী জীবনের ঝুঁকিয়ে তুরস্ক থেকে ইউরোপের পথে সমুদ্র যাত্রা করে। অনেকে দালালের খপ্পরে পড়ে অর্থ খরচ করে জীবনের ঝুঁকি নিয়ে এসব নৌকায় ওঠে সমুদ্র পারি দেওয়ার চেষ্টা চালায়। -আমাদের সময়.কম