Home স্বাস্থ্য ২৪ ঘণ্টায় সারাদেশে ৪ লক্ষ ৪৬ হাজার ৮৭৩ জনের ভ্যাকসিন গ্রহণ

২৪ ঘণ্টায় সারাদেশে ৪ লক্ষ ৪৬ হাজার ৮৭৩ জনের ভ্যাকসিন গ্রহণ

28

ডেস্ক রিপোর্ট : গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৪ লক্ষ ৪৬ হাজার ৮৭৩ জন ভ্যাকসিন গ্রহণ করেছেন। এদের মধ্যে প্রথম ডোজ নিয়েছ ২ লাখ ৮৮ হাজার ৫০৭ জন ।এ পর্যন্ত মোট প্রথম ডোজ নিয়েছে ১ কোটি ৫৩ লাখ ১১ হাজার ৬৬৯ জন। এবং দ্বিতীয় ডোজ নিয়েছে ১ লাখ ৫৮ হাজার ৩৬৬ জন। দ্বিতীয় ডোজ নিয়েছে ৫২ লাখ ২৪ হাজার ৩১১ জন।

আজ সিনোফার্মার প্রথম ডোজ কোভিড-১৯ টিকা নিয়েছেন ৯৩ হাজার ৯৮৬ জন। এ পর্যন্ত সিনোফার্মের মোট প্রথম ডোজ কোভিড-১৯ টিকা নিয়েছেন ৭০ লাখ ৩৪ হাজার ৯৩৪ জন। এদিকে, আজ সিনোফার্মের দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩৭ হাজার ৮৩৭ জন। এ পর্যন্ত দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ লক্ষ ৯১ হাজার ৭৬১ জন।

মডার্না টিকা আজ প্রথম ডোজ নিয়েছে ১ লক্ষ ৯২ হাজার ৯১১ জন। অদ্যাবধি মডার্না টিকা প্রথম ডোজ নিয়েছেন ২৪ লাখ ৪ হাজার ৭০০ জন।আজ মডার্না টিকা দ্বিতীয় ডোজ নিয়েছে ৫ হাজার ১৩৭ জন।এ নিয়ে মোট দ্বিতীয় ডোজ নিয়েছে ১৩ হাজার ৯৩১ জন।

এদিকে, অদ্যাবধি ফাইজার টিকা প্রথম ডোজ নিয়েছেন ৫০ হাজার ২৫৫ জন। আজ ফাইজার টিকা দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ৩ হাজার ৭০২ জন। অধ্যাবধি দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করেছেন ৩৬ হাজার ১৮১ জন।

এছাড়া, অ্যাস্ট্রোজেনেকা-কোভিশিল্ড টিকা আজ প্রথম ডোজ নিয়েছে ১ হাজার ৬১০ জন। অদ্যাবধি প্রথম ডোজ দেয়া হয়েছে ৫৮ লাখ ২১ হাজার ৭৮০ জনকে। আজ দ্বিতীয় ডোজ অ্যাস্ট্রোজেনেকা-কোভিশিল্ড টিকা গ্রহণ করেছেন ১ লাখ ১১ হাজার ৬৯০ জন। অদ্যাবধি অ্যাস্ট্রোজেনেকা-কোভিশিল্ড টিকা দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে ৪৮ লাখ ৮২ হাজার ৪৩৮ জনকে।

আজ বিকাল ৫টা ৩০ মিনিট পর্যন্ত ভ্যাক্সিনের জন্য মোট নিবন্ধন করেছেন ৩ কোটি ৫ লাখ ৩৭ হাজার ৬ জন।