Home রাজনীতি ১ ডিসেম্বর রাষ্ট্রীয়ভাবে মুক্তিযোদ্ধা দিবস পালনের আহ্বান

১ ডিসেম্বর রাষ্ট্রীয়ভাবে মুক্তিযোদ্ধা দিবস পালনের আহ্বান

32

ডেস্ক রিপোর্ট: মুক্তিযোদ্ধাদের দাবি বাস্তবায়ন ও মুক্তিযোদ্ধা দিবস উদযাপন জাতীয় কমিটির পক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি ও ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে বিএলএফ-মুজিববাহিনীর প্রশিক্ষণ ক্যাম্পের ইনচার্জ বীরমুক্তিযোদ্ধা হাসানুল হক ইনু এমপি আজ ২৪ নভেম্বর বৃহস্পতিবার এক বিবৃতিতে আগামী ১ ডিসেম্বর ২০২২ রাষ্ট্রীয়ভাবে মুক্তিযোদ্ধা দিবস পালনের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। জনাব হাসানুল হক ইনু এমপি মুক্তিযুদ্ধের পক্ষের সকল রাজনৈতিক দল-সামাজিক-সাংস্কৃতিক-ছাত্র-যুব-নারী-পেশাজীবী সংগঠন এবং মুক্তিযোদ্ধা সংগঠনসমূহকে দেশের সকল জেলা-উপজেলায় মুক্তিযোদ্ধাদের সমাধি, বধ্যভূমি, মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থানসমূহে পুস্পস্তবক অর্পণ ও বৃক্ষ রোপন, মুক্তিযোদ্ধাদের উপহার দিয়ে শ্রদ্ধা নিবেদন, শিশু-কিশোরদের জন্য বীরমুক্তিযোদ্ধাদের মুক্তিযুদ্ধের গল্প বলার অনুষ্ঠান, র‌্যালি, আলোচনা সভাসহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে যথাযথ মর্যাদায় ১ ডিসেম্বর ২০২২ মুক্তিযোদ্ধা দিবস পালন করার জন্য আহ্বান জানিয়েছেন।

এখানে উল্লেখ্য, ২০০৪ সালের ১২ জানুয়ারি ঐতিহাসিক পল্টন ময়দানে জাসদের উদ্যোগে অনুষ্ঠিত ঐতিহাসিক মুক্তিযোদ্ধা সমাবেশে অংশগ্রহণকারী দল-মত নির্বিশেষে সকল মুক্তিযোদ্ধার সম্মিলিত প্রস্তাবে প্রতি বছর মুক্তিযুদ্ধের বিজয়ের মাস ডিসেম্বরের ১ তারিখে মুক্তিযোদ্ধা দিবস পালনের সিদ্ধান্ত হয়েছিল। মুক্তিযোদ্ধা সমাবেশের সিদ্ধান্ত অনুযায়ী ঐ বছরই অর্থ্যাৎ ২০০৪ সালের ১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবস পালনের লক্ষ্যে মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডার মেজর জেনারেল কে এম শফি উল্লাহ (অব:), বিএলএফ-মুজিব বাহিনীর অন্যতম অধিনায়ক আব্দুর রাজ্জাক, বিএলএফ মুজিব বাহিনীর অন্যতম অধিনায়ক তোফায়েল আহমেদ, বিএলএফ-মুজিব বাহিনীর প্রশিক্ষণ ক্যাম্পের ইনচার্জ হাসানুল হক ইনু, আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুল জলিল, বীরমুক্তিযোদ্ধা রাশেদ খান মেননকে নিয়ে ‘মুক্তিযোদ্ধাদের দাবি বাস্তবায়ন ও মুক্তিযোদ্ধা দিবস উদযাপন জাতীয় কমিটি’ গঠিত হয়েছিল। এই কমিটির উদ্যোগেই ২০০৪ সাল থেকে প্রতি বছর ১লা ডিসেম্বর দেশব্যাপী মুক্তিযোদ্ধা দিবস পালিত হয়ে আসছে।