Home সারাদেশ ১৫ই আগস্ট উপলক্ষে আলোচনা সভায় মাসুদ সেরনিয়াবাত

১৫ই আগস্ট উপলক্ষে আলোচনা সভায় মাসুদ সেরনিয়াবাত

34

ডেস্ক রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণ ও তার আদর্শ বাস্তবায়নে এগিয়ে যাওয়ার প্রত্যয়ের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত হবে। ৭৫-এর ১৫ই আগস্ট জাতির পিতা ও তার পরিবারের অন্য সদস্যদের সঙ্গে সেদিন নিহত হয়েছিল বীর মুক্তিযোদ্ধা শহীদ সেরনিয়াবাত। এত ত্যাগের বিনিময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণ ও তার আদর্শ বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৫ই আগস্ট উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মাসুদ সেরনিয়াবাত এমনটি তুলে ধরেন।
গতকাল শনিবার রাজধানীর পল্টন কমিউনিটি সেন্টারে এ দোয়া মাহফিল, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৭৫-এর ১৫ই আগস্ট জাতির পিতা ও তার পরিবারের অন্য সদস্যদের সঙ্গে সেদিন নিহত হয়েছিল বীর মুক্তিযোদ্ধা শহীদ সেরনিয়াবাত। নিহতদের স্মরণে ও তাদের আত্মার মাগফেরাত কামনায় রাজধানীতে এক আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধার শহীদ সেরনিয়াবাতের ছোট ভাই বাংলাদেশ আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণের কার্যনির্বাহী সদস্য ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী মাসুদ সেরনিয়াবাত প্রধান অতিথির বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক আবুল, ১২নং ওয়ার্ড কাউন্সিলর মামুনুর রশিদ শুভ্র, ৮নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহমেদ, ৯নং ওয়ার্ড কাউন্সিলর মোজাম্মেল হক, শাহবাগ থানা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আরমান হক বাবুসহ বিভিন্ন ওয়ার্ড ও থানার নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে শহীদদের জন্য দোয়ার আয়োজন করা হয়।